Latest News

6/recent/ticker-posts

Ad Code

হট ফটোশ‍্যুটে শানায়া কাপুর



হট ফটোশ‍্যুটে শানায়া কাপুর 

পরিবারের সকলেই প্রায় তারকা। বলিউডে পা রাখার অপেক্ষায় সঞ্জয় কাপুর কন্যা শানায়া কাপুর।


শানায়া অভিনয় দুনিয়ায় পা রাখার আগে আপাতত পুরোদমে মডেলিং করছেন, নিচ্ছেন বেলি ডান্সের প্রশিক্ষণ। বেশ কিছুদিন ধরেই একাধিক ফটোশ‍্যুট করছেন তিনি। আর সছি ছবি নিয়মিত ইন্সটাগ্রামে শেয়ার করছেন শানায়া। 




এবার কালো মনোকিনি পড়ে ফটোশ‍্যুট করতে দেখা গেল তাঁকে। একাধিক পোজে নিজেকে গুছিয়ে ছবিগুলি তুলেছেন শানায়া। শানায়ার সেইসব ছবিতে বন্ধু বান্ধব থেকে অনুরাগী সকলেই একের পর এক প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাঁকে। এবছরই জুলাই মাসে নিজের প্রথম ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন শানায়া কাপুর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code