করোনা কেড়ে নিল 'রহস্য রোমাঞ্চ' এর স্রষ্টা কে! শোকস্তব্ধ সাহিত্য জগৎ


বিশ্বজিৎ দাসঃ 

বাংলা সাহিত্যজগতে ফের ইন্দ্রপতন। কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন কবি শঙ্খ ঘোষ।এবার করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় রহস্য রোমাঞ্চ লেখক অনীশ দেব।



খ্যতনামা সাহিত্যিক অনীশ দেব সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন। শহরের একটি নামী বেসরকারী হাসপাতালে ভরতি ছিলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রথমে হাসপাতালে ভরতি হলেও সেখানেই কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। ক্রমে শারীরিক অবস্থার অবনতি হয়। ভেন্টিলেশনে রেখা হয় তাঁকে। 



২৮ এপ্রিল বুধবার সকাল ৭টা নাগাদ মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর। অনীশ দেবের প্রয়াণে শোকস্তব্ধ বাংলা সাহিত্য জগৎ। 


সাহিত্যিক অনীশ দেবের জন্ম ১৯৫১ সালে কলকাতায়। লেখালিখি শুরু করেন ১৯৬৮ সালে। তাঁর উল্লেখযোগ্য উপন্যাস ও গল্পগ্রন্থ– ঘাসের শীষ নেই, সাপের চোখ, তীরবিদ্ধ, জীবন যখন ফুরিয়ে যায় ইত্যাদি। সম্পাদনা করেছেন সেরা কল্পবিজ্ঞান, সেরা কিশোর কল্পবিজ্ঞান ইত্যাদি গ্রন্থ। তাঁর জনপ্রিয় বিজ্ঞান গ্রন্থ 'বিজ্ঞানের হরেকরকম', 'হাতে কলমে কম্পিউটার', 'বিজ্ঞানের দশদিগন্ত' ইত্যাদি। ২০১৯ সালে কিশোর সাহিত্যে জীবনব্যাপী অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর পুরস্কারে সম্মানিত হন অনীশ দেব। এর আগে প্রাচীন কলাকেন্দ্র সাহিত্য পুরস্কার (১৯৯৮) ও ডঃ জ্ঞানচন্দ্র ঘোষ পুরস্কারে (১৯৯৯) সম্মানিত হয়েছেন তিনি।


বাংলার প্রথম ফিউচারিস্টিক থ্রিলার ' তেইশ ঘন্টা ষাট মিনিট'-এর লেখাও ছিলেন তিনি।লেখকের ভাবনা ও লেখার গুণে অসম্ভব জনপ্রিয় হয়েছিল সেই বই।