ঐতিহ্যের Oscars 2021, Complete List of Winners
অনুষ্ঠানের আড়ম্বর নেই, নেই আলোর ঝলকালি, ক্যামেরার ফ্ল্যাশে ক্লিক ক্লিক, নেই হইচই বা উচ্ছ্বাসের বাড়াবাড়ি। এবারের অস্কার যেন ঐতিহ্যের অস্কার। অতিমারির ঢেউয়ের ছাপ এবারের অস্কারের অনুষ্ঠানেও।
কোভিড১৯ স্বাস্থ্যবিধি মেনে শারিরিক দূরত্ব বজায় রেখে বসেছেন সবাই। তাই পুরস্কার ঘোষণার পর নেই আপনজনকে জড়িয়ে ধরার উচ্ছ্বাস।
আর এক দিক থেকেও এবারের অস্কার ইতিহাস সৃষ্টি করলো। মনোনয়ন আর বিজয়ী—সবদিক থেকেই সর্বকালের সবচেয়ে বৈচিত্র্যময় মনোনয়নের তালিকা এটি। সেরা ছবি হয়েছে নোম্যাডল্যান্ড, সেরা পরিচালক সেরা পরিচালক- ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড), সেরা অভিনেতা- অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার) ও সেরা অভিনেত্রী- ফ্রান্সিস। ম্যাকডোম্যান্ড (নোম্যাডল্যান্ড)।
আসুন জেনে নেই- Oscars 2021 বিজেতাদের সম্পূর্ণ তালিকা একনজরে-
Best Picture: Nomadland
Best Director: Chloé Zhao, Nomadland
Best Actor: Anthony Hopkins, The Father
Best Actress: Frances McDormand, Nomadland
Best Supporting Actor: Daniel Kaluuya, Judas and the Black Messiah
Best Supporting Actress: Yuh-Jung Youn, Minari
Best Original Song: 'Fight For You', Judas and the Black Messiah
Best Original Score: Soul
Best original screenplay: Promising Young Woman
Best Adapted Screenplay: The Father
Best International Feature: Another Round
Best Short Film - Live Action: Two Distant Strangers
Best Short Film - Animation: If Anything Happens, I Love You
Best Animated Feature Film: Soul
Best Documentary - Short Subject: Colette
Best Documentary Feature: My Octopus Teacher
Best Cinematography: Mank
Best Editing: Sound of Metal
Best Visual Effects: Tenet
Best Production Design: Mank
Best Make-Up: Ma Rainey's Black Bottom
Best Costume Design: Ma Rainey's Black Bottom
(With inputs from The Associated Press)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊