Latest News

6/recent/ticker-posts

Ad Code

গ্রীষ্মের গরমে উষ্ণতার পারদ চড়ালেন অভিনেত্রী মধুমিতা সরকার

গ্রীষ্মের গরমে উষ্ণতার পারদ চড়ালেন অভিনেত্রী মধুমিতা সরকার




গ্রীষ্মের গরমে উষ্ণতার পারদ চড়ালেন অভিনেত্রী মধুমিতা সরকার


গ্রীষ্মের গরমে উষ্ণতার পারদ চড়ালেন অভিনেত্রী মধুমিতা সরকার। বরাবরই সাহসী পোশাকে সোশ‍্যাল মিডিয়ায় সক্রিয় মধুমিতা। রবিবার বিকিনি পড়ে হট লুকে অনুরাগীদের সামনে সোশ‍্যাল মিডিয়ায় হাজির হয়েছেন মধুমিতা। আর সেই ছবি দেখেই এই গরমেও নেটিজেনদের ‘উফ ইয়ে গরমি’ বলতে একপ্রকার বাধ্য করছেন অভিনেত্রী মধুমিতা সরকার। 




মাল্টি কালারের টুপিস বিকিনি আর সাদা সি-থ্রু জ্যাকেটে খোলা চুলে মিডল পার্টেড ওয়েভি হেয়ার আর ব্রাউন আইশ্যাডোতে স্বল্প মেকাপে ফটোশ‍্যুট করেছেন মধুমিতা। ন্যুড লিপস্টিকে রুপের ছটা বেড়ে যাওয়া সেই ছবি পোস্ট করে ক‍্যাপশনে লিখেছেন 'সামার সল্ট'। 




এর আগে ট্রোলের মুখে পড়লেও তিনি নিজের মতোনেই সাজেন। তাঁর কথায়, ছেলেরা খালি গায়ে অথবা স্যান্ডো গেঞ্জি পরে ছবি পোস্ট করলে দোষ নেই আর মেয়েরা কাজের জন‍্যশাড়ি বা চুড়িদার ছাড়া মিনি স্কার্ট বা হট প্যান্ট পরে তখন সে কী হয়ে যায়? নটি আমেরিকা’র আর্টিস্ট!’ দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code