ব্রিটেনের আইকনিক কান্ট্রি ক্লাব এবং বিলাসবহুল গল্ফ রিসোর্ট কিনলেন মুখেশ আম্বানি
ব্রিটেনের আইকনিক কান্ট্রি ক্লাব এবং বিলাসবহুল গল্ফ রিসোর্ট কিনলেন মুখেশ আম্বানি। ব্রিটেনের কোম্পানি স্টোক পার্ক ৫৯২ কোটি টাকায় কিনলেন তিনি। যুক্তরাজ্যের বাকিংহামশায়ারে বিলাসবহুল হোটেল এবং গলফ কোর্স রিলায়েন্স এর কনজিউমার এন্ড হসপিটালিটি সম্পদে যুক্ত হল বলে বৃহস্পতিবার জানিয়েছে সংস্থা।
বিলাসবহুল হোটেল, কনফারেন্স সুবিধা থেকে খেলাধুলার সুবিধা এবং ইউরোপের অন্যতম বৃহৎ গল্ফ কোর্স রয়েছে কান্ট্রি ক্লাবে। স্টোক পার্কে ৪৯টি বিলাসবহুল বেডরুম, ২৭ গর্তের গলফ কোর্স এছাড়াও ১৩টি টেনিস কোর্ট এবং ১৪ একর বাগান রয়েছে। এখন তাঁর মালিক হলেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক মুকেশ অম্বানি।
উল্লেখ্য, এই স্টোক পার্কেই জেমস বন্ডের Goldfinger (1964) ও Tomorrow Never Dies (1997) ছবি দুটির শ্যুটিং হয়েছিল। এর আগে ২০১৩ সালে ব্রিটিশ কোম্পানি অন্যতম বৃহৎ খেলনা প্রস্তুতকারক হ্যামলেস কিনে নিয়েছিলেন মুকেশ অম্বানি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊