১৮ বছরের বেশি বয়সীরা করোনা টিকা নিতে কীভাবে নাম নথিভুক্ত করবেন জেনে নিন

১৮ বছরের বেশি বয়সীরা করোনা টিকা নিতে কীভাবে নাম নথিভুক্ত করবেন জেনে নিন





করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। জাঁকিয়ে বসেছে করোনা। ইতিমধ্যে বেশ কিছু রাজ্যে সাময়িক লক ডাউন জারি হয়েছে। কেন্দ্রের তরফে করোনা মোকাবিলায় বড়সড় ঘোষণা দিয়ে আগামী ১লা মে থেকে ১৮ বছর হলেই করোনা টিকা নেওয়া যাবে বলে জানানো হয়েছে। টিকা পেতে কেন্দ্রের তৈরি CoWIN -এ নাম নথিভুক্ত করতে হবে। কীভাবে করবেন দেখে নিন-




  • cowin.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করার জায়গায় নিজের ১০ সংখ্যার মোবাইল নম্বর অথবা আধার কার্ড নম্বর দিতে হবে
  • মোবাইল নম্বরে একটি OTP আসবে সেটি দিতে হবে
  • টিকা নেওয়ার জন্য নিজের পছন্দমতো তারিখ ও সময় বেছে নেওয়া যাবে
  • এরপরই একটি রেফারেন্স আইডি দেবে

রেফারেন্স আইডি দিয়ে টিকাকরণের সার্টিফিকেট পাবেন



টিকা নিতে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আই কার্ড, ড্রাইভিং লাইসেন্স, শ্রমমন্ত্রকের অনুমোদিত স্বাস্থ্যবিমা স্মার্ট কার্ড, ১০০ দিনের কাজের জব কার্ড, সাংসদ/বিধায়ক কার্ড, পাসপোর্ট, ব্যাংক অথবা পোস্ট অফিসের পাসবুক, পেনশনের কাগজপত্র, সরকারি চাকরির সার্ভিস কার্ডের মধ্যে যে কোনও একটি পরিচয়পত্র বাধ্যতামূলক লাগবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ