বছরের প্রথম চন্দ্রগ্রহন এই বৈশাখেই, জেনে নিন বিস্তারিত 



বৈশাখী পূর্ণিমাতেই দেখা যাবে চন্দ্রগ্রহণ। আগামী ২৬শে মে দেখা যাবে চন্দ্রগ্রহন। এটাই বছরের প্রথম গ্রহণ। এই গ্রহন আমাদের দেশ থেকে দেখা গেলেও ভারতের সব জায়গা থেকে দেখা যাবে না। ভারতের পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, পূর্ব ওডিশা, মণিপুর, ত্রিপুরা, অসম এবং মেঘালয় থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ।

 

পাশাপাশি জাপান, বাংলাদেশ, সিঙ্গাপোর, বার্মা, দক্ষিণ কোরিয়া, ফিলিপিন্স, উত্তর ও দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। 


পঞ্জিকা অনুসারে আগামী ২৬ মে চন্দ্রগ্রহণ শুরু হবে বিকেল ৬টা ১৫ মিনিটে। সূতককাল গ্রহণ শুরুর নয় ঘণ্টা আগে থেকে শুরু হবে এবং গ্রহণ ছাড়ার সঙ্গে সঙ্গেই শেষ হবে। 



২৬ মে চন্দ্রগ্রহণের দিনক্ষণ

সূতক শুরু - ২৬ মে সকালে ৬টা ১৫ মিনিট

গ্রহণ শুরু - ২৬ মে বিকেল ৩টে

খাগড়স শুরু - ২৬ মে বিকেল ৪টে ৪০ মিনিটে

চূড়ান্ত গ্রহণ - ২৬ মে বিকেল ৪টে ৪৯ মিনিটে

খাগড়স শেষ - ২৬ মে বিকেল ৪টে ৫৮ মিনিটে

গ্রহণ শেষ - ২৬ মে সন্ধে ৬টা ২৩ মিনিটে