শর্তসাপেক্ষ শীতলকুচি কাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার অনুমতি কমিশনের




শর্তসাপেক্ষ শীতলকুচি কাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার অনুমতি কমিশনের। চতুর্থ দফার ভোটের দিন শীতলকুচিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রান হারান ৪জন পাশাপাশি আহত হয় আরও ৪জন। এই ঘটনার জেরে রবিবারেই শীতলকুচি যাওয়ার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ৭২ ঘণ্টা রাজনৈতিক নেতা নেত্রীদের কোচবিহারে প্রবেশে নিষেধাজ্ঞা জারি কমিশন ফলে বাতিল হয় মমতার সফর।




রাজ্যে আদর্শ নির্বাচনীবিধি লাগু থাকায় যে কোনও সরকারি ক্ষতিপূরণ দিতে প্রয়োজন হয় কমিশনের অনুমতি। শীতলকুচি কাণ্ডে ক্ষতিপূরণ দেওয়ার অনুমতি দিল কমিশন। তবে রয়েছে কিছু শর্ত। শর্তসাপেক্ষ ক্ষতিপূরণ দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। কমিশনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, ক্ষতিপূরণের কথা নির্বাচনী প্রচারে উল্লেখ করা যাবে না। ক্ষতিপূরণ প্রাপকদের হাতে তুলে দেবেন জেলাশাসক বা তাঁর প্রতিধিনি কোনও সরকারি আধিকারিক।




অনুমতি পাওয়ার পর এদিন শীতলকুচিতে গুলিতে নিহত ৪ জনের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার বলেই খবর। তবে কমিশনের দেওয়া শর্ত গুলি মেনেই এই ক্ষতিপূরণ দিতে হবে।