অমিত মিশ্রের স্পিন ভেলকিতে খেই হারিয়ে দিল্লির কাছে পরাজিত মুম্বই ইন্ডিয়ান্স


আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও এবছর মুম্বই এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে ফেললেও সেভাবে নিজেদের জাত চেনাতে পারেনি। আজ তরুণ দিল্লি ক্যাপিটালসের প্রবীণ অমিত মিশ্রের স্পিনজালে আটকে গেলো তারা। দিল্লির কাছে ৬ উইকেটে হেরে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে নেমে গেলো তারা। ব্যাঙ্গালোরের পর দ্বিতীয় স্থানে উঠে এলো দিল্লি।


আজ প্রথমে ব্যাট করে সেরকম সুবিধা করতে পারেনি মুম্বইয়ের তারকা সমৃদ্ধ ব্যাটিং লাইনআপ। সর্বোচ্চ রান রোহিত শর্মার (৩০ বলে ৪৪)। এছাড়া বলার মতো রান পেয়েছেন সূর্যকুমার যাদব (২৪), ঈশান কিষান (২৬) এবং জয়ন্ত যাদব (২৩)। দিল্লি বোলারদের সামনে আজ মাথা তুলতে পারেননি কুইন্টন ডিকক, পোলার্ড বা পান্ডিয়া ভ্রাতৃদ্বয়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান করে তারা। 


অল্প রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতে পৃথ্বী শা (৭) এর উইকেট হারালেও সমস্যায় পড়তে হয়নি দিল্লিকে। শিখর ধাওয়ান (৪২ বলে ৪৫) ও স্টিভ স্মিথ (২৯ বলে ৩৩) দলকে ভালো জায়গায় পৌঁছে দেন। রিসভ প্যান্ট (৭) ব্যর্থ হলেও জয় ছিনিয়ে আনতে বেশি বেগ পেতে হয়নি ললিত যাদব (অপরাজিত ২২) এবং শিমরন হেটমেয়ারকে (অপরাজিত ১৪)। ৫ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ পকেটে পুড়ে নেয় দিল্লি। 


ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন অমিত মিশ্র (৪-০-২৪-৪)।