Latest News

6/recent/ticker-posts

Ad Code

BREAKING NEWS- এক নিউজ পোর্টালের সাংবাদিকের না বলা গল্প

BREAKING NEWS- এক নিউজ পোর্টালের সাংবাদিকের না বলা গল্প



BREAKING NEWS- এক নিউজ পোর্টালের সাংবাদিকের না বলা গল্প। হ্যা এবার ঈদে আসতে চলেছে বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর অভিনীত এই নাটক।


শুধু বাংলা ভাষায় নয় বিভিন্ন ভাষায় বহু নিউজ পোর্টাল তৈরি হচ্ছে নিয়মিত। যেখানে উঠে আসে নিত্যদিনের নানান ঘটনা। আর তা তুলে আনেন সাংবাদিক। তবে এক্ষেত্রেও রয়েছে কম্পিটিশন। মেইন স্ট্রিম সাংবাদিকদের পাশে বড় সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখা সাংবাদিকরা নিত্য লড়াই চালিয়ে যান উঠে আসবার। আর তাই খোঁজ চলে ব্রেকিং নিউজের।


এই সাংবাদিকতা শুধু যে পেশার তাগিদে তা নয় অনেকক্ষেত্রেই সাংবাদিকতা হয়ে উঠে স্বপ্ন পূরণের মতন। যার ফলে অনেক অভাব-অনটন থাকলেও কিংবা জীবনের নানান টানাপোড়ন সত্ত্বেও সাংবাদিকতার কাজ ছাড়তে চাননা অনেকেই।


এমনই এক গ্রামের পোর্টাল সাংবাদিকের জীবনের কথা নিয়ে এবার ঈদে আসতে চলেছে 'ব্রেকিং নিউজ নাটক'টি। জানা গিয়েছে অপূর্ব ছাড়াও অভিনয় করেছেন সাবিলা নূর। রয়েছেন কায়েস চৌধুরী, হিন্দোল রায় প্রমুখ। ঈদের দিন একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের পর ‘ব্রেকিং নিউজ’ প্রচার হবে ঈগল মিউজিকের ইউটিউবে।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code