Latest News

6/recent/ticker-posts

Ad Code

১০০ বস্তিবাসীকে ভ‍্যাকসিন দেওয়ালেন ঋতাভরী চক্রবর্তী

১০০ বস্তিবাসীকে ভ‍্যাকসিন দেওয়ালেন ঋতাভরী চক্রবর্তী 






করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল দেশ। অক্সিজেন সংকট, বেড সংকট। এমন পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন করা জরুরী। এদিকে চলছে ভ‍্যাকসিন প্রয়োগ। করোনাকালে অনেক হেভিওয়েট মানুষেই সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেই তালিকায় অন‍্যতম একজন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। একশত জন বস্তিবাসীকে করোনার প্রথম ডোজ দেওয়ালেন ঋতাভরী। সেকথা নিজেই জানালেন ইন্সটাগ্রামে একটা ভিডিও পোস্ট করে। 




ঋতাভরী ও তাঁর মা শতরূপা সান্যাল স্ক‍্যাড নামে একটি এনজিও চালান সেই এনজিও-র তরফ থেকেই ১০০ বস্তীবাসীকে ভ‍্যাকসিনের প্রথম ডোজ দেওয়ালেন ঋতাভরী। ঋতাভরী জানান, ভ‍্যাকসিন দেওয়াতে এই ১০০ বস্তীবাসীকে রাজি করানোই ছিল বড় চ‍্যালেঞ্জ। 




দেশজুড়ে টীকার নাজেহাল অবস্থাতে এখন ওই বস্তীবাসীদের ভ‍্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়াটাই চ‍্যালেঞ্জের। পাশাপাশি তাঁরা জানান, এই একশো জনের ভ‍্যাকসিন দেওয়া হয়ে গেলে আরো বেশি সংখ‍্যক মানুষকে ভ‍্যাকসিনের ব‍্যবস্থা করতে উদ‍্যোগী হবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code