অনস্ক্রীনে 'No Kiss Policy' তে ইতি টানলেন Salman!
একাধিক হিট সিনেমায় অভিনয় করেছেন সলমান খান। কিন্তু কোনো সিনেমাতেই নায়িকাকে চুমু খেতে দেখা যায়নি তাকে। তাঁর কথায় কোনো সিনেমা হিট হতে গেলে তাতে চুম্বনের ঘনিষ্ঠ দৃশ্য থাকতেই হবে এরকম কোনো মানে নেই। আর তাই তিনি একাধিক ছবিতেই অনস্ক্রিন কিস-এ রাজি হননি।
কিন্তু সলমানের সেই 'No Kiss Policy'-তে ইতি। সামনেই আসছে সলমান খানের বহু প্রতীক্ষিত সিনেমা রাধে: দ্য মোস্ট ওয়ান্টেড ভাই। সেই ছবিতেই অনস্ক্রিন চুম্বন দৃশ্য রয়েছে সলমানের।
ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ট্রেলারে দেখা গেছে সলমান খান সিনেমার নায়িকা দিশা পাটানিকে চুম্বন করছেন। একদম ঠোঁটে-ঠোঁটে, নাকে নাকে। লিপ লকড সেই দৃশ্য ধরা পড়ার পরেই বোঝা গেল এবার আর অনস্ক্রিন চুম্বনে অনিচ্ছা করবেন না সলমান।
ছবির ট্রেলারে স্পষ্ট, মুম্বাই শহরে মাথাচাড়া দেওয়া ড্রাগস ব্যবসাকে বন্ধ করতে রাধে (সলমান)-কে দায়িত্ব দেয় ক্রাইম ব্রাঞ্চ। প্রভুদেবা পরিচালিত এই ছবিতে সলমন খান ছাড়াও আছেন রণদীপ হুডা।
এছাড়াও ছবিতে দেখা মিলবে জ্যাকি স্রফের। চলতি বছরের ১৩ই মে ঈদে থিয়েটার ও ওটিটি প্ল্যাটফর্ম গুলোতে মুক্তি পাবে এই ছবি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊