উত্তরে মমতা দক্ষিনে অভিষেক, এমনভাবে ভোট দিন যেন একটা ভোট একটা গোল, অন্য কোনও দলকে ভোট নয়ঃ অভিষেক
.একদিকে আজ উত্তরবঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে দক্ষিন বঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ কোচবিহারের দিনহাটা ও নাটাবাড়ি এবং আলিপুর ফালাকাটায় জনসভা করেন তৃণমূল নেত্রী। অন্যদিকে দক্ষিন চব্বিশ পরগণার কুলতলি ও বাসন্তীতে সভা করেন অভিষেক।
কুলতলিতে অভিষেক বলেন, ‘নারী ক্ষমতায়ন মমতাই করে দেখিয়েছেন। কিন্তু মোদি সরকারের আমলে সরষের তেল ১৬০ টাকা লিটার, পোস্ত ১৫০০ টাকা কেজি।কেরোসিন, পেট্রোল, ডিজেলের দাম ঊর্ধ্বমুখী। মমতা এক টাকাও কারও ওপর বোঝা বাড়াননি। প্রতি বছর ৭৫ হাজার কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্র। আমফানে বলছে মোদি ১০০০ কোটি টাকা দিয়েছে।এটা মোদির নিজের টাকা নয়, রাজ্যের মানুষের টাকা।’ তিনি আরও বলেন, তৃতীয়বার ক্ষমতায় এলে এবার ন্যূনতম মাসিক আয়।১০ এপ্রিল এমন করে ভোট দিন, যাতে একটা ভোট দেওয়া মানে একটা করে গোল। অন্য কোনও দলকে ভোট নয়’।
দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত বাসন্তী'র জনসভায় কি বললেন অভিষেক, শুনুন
দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত কুলতলির জনসভায় কি বললেন অভিষেক, শুনুন
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊