LIC-র এই পলিসিতে পাওয়া যাবে ১৭.৫ লক্ষ টাকা, FD-র থেকে বেশি সুদ মিলবে



সাধারণ গ্রাহকদের কথা মাথায় রেখে লাইফ ইনস্যুরেন্স সংস্থা নিয়ে এসেছে LIC বিমা জ্যোতি পলিসি ৷ এই পলিসিতে গ্রাহকরা ফিক্সড ইনকামের পাশাপাশি গ্যারেন্টিড রিটার্নেরও সুবিধা পাবেন ৷ এটি একটি নন লিঙ্কড, নন পার্টিসিপেটিং প্ল্যান ৷ অল্প ইনভেস্টমেন্টের করে ম্যাচিউরিটিতে ১৭.৫ লক্ষ টাকা মিলবে ৷


এই পলিসিতে টার্ম চলাকালীন প্রত্যেক বছরের শেষে ৫০ টাকা প্রতি হাজার বেসিক সাম অ্যাসিউয়র্ড ছাড়া গ্যারেন্টি দিয়ে থাকে ৷ এর মধ্যে ৫০ টাকা প্রতি হাজার সাম অ্যাসিউয়র্ডে গ্যারেন্টিড বোনাস মিলবে ৷


এই প্ল্যানে বেসিক সাম অ্যাসিউয়র্ড ১ লক্ষ টাকা হয় ৷ সর্বোচ্চ কোনও লিমিট নেই ৷ এই পলিসি ১৫ থেকে ২০ বছরের জন্য হয় ৷ ১৫ বছরের পলিসির জন্য পিপিটি ১০ বছরের হবে এবং ১৬ বছরের পলিসির জন্য পিপিটি ১১ বছর ৷


অনলাইনে এই পলিসি কেনা যেতে পারে।এই পলিসির জন্য ন্যূনতম বয়স ৯০ দিন ও অধিকতম ৬০ বছর।পলিসিতে ব্যাক ডেটিং সুবিধা রয়েছে।গ্রাহকদের ম্যাচিউরিটি সেটেলমেন্ট অপশনের সুবিধা মিলবে


আপনি যদি ১৫ বছরের পলিসি নিয়ে থাকেন তাহলে ১০ বছরের জন্য প্রিমিয়াম দিতে হবে ৷ ১০ বছরের প্রিমিয়াম 1178000 টাকা ৷ এছাড়া ম্যাচিউরিটির বছর পর্যন্ত প্রত্যেক বছর ৫০ হাজার টাকা মিললে মোট ৭.৫০ লক্ষ টাকা হবে ৷ এই হিসেব অনুযায়ী, ১০ লক্ষ টাকার পলিসিতে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১৭.৫ লক্ষ টাকা।


Plan : Bima Jyoti(860) 


Age :30

Term :15

P.P.T. :10

AD & DB : 1000000

Death Sum Assured :1250000

Basic Sum Assured :1000000


1st year Premium With TAX 4.5% :

Yearly : 120132 (114959 + 5173)

Halfly : 60704 (58090 + 2614)

Quarterly : 30671 (29350 + 1321)

Monthly(ECS) : 10223 (9783 + 440)

YLY Mode Average Prem/Day : 329

After 1st year Premium With TAX 2.25% :

Yearly : 117546 (114959 + 2587)

Halfly : 59397 (58090 + 1307)

Quarterly : 30010 (29350 + 660)

Monthly(ECS) : 10003 (9783 + 220)

YLY Mode Average Prem/Day : 322

Total Approximate Paid Premium : 1178046

Guaranteed Return at Maturity Time : 1750000