বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন টেলিভিশন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায় ও ঊষা চৌধুরী, যোগ দিলেন ভোজপুরী অভিনেতা-পরিচালক ধীরজ পণ্ডিত



বিধানসভা নির্বাচন সামনেই। এর মাঝেই দল বদলের পালা অব্যাহত। আজ তৃণমূল ভবনে শশী পাঁজার নেতৃত্বে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন টেলিভিশন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। এছাড়াও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ঊষা চৌধুরী। এদিন ঘাসফুল শিবিরে নতুন সংযোজন ভোজপুরী অভিনেতা-পরিচালক ধীরজ পণ্ডিত। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে ভোজপুরী অভিনেতা-পরিচালক ধীরজ পণ্ডিত জানালেন, মমতা দিদিকে জিততে দেখার জন্য কলকাতায় এসেছি।




বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে সুভদ্রা জানান, সবকা সাথ সবকা বিকাশ শুনে বিজেপিতে যোগ দিলেও সময়ে তিনি বিজেপিকে বুঝতে পেরেছেন। মনুষত্য যাদের আছে তারা বিজেপি করবেন না। দিদি এমন একজন মানুষ যিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন তাই দিদির সাথে থাকতে চাই। পশ্চিমবঙ্গ বাংলাকে বাঁচাতে চাই। বাংলার সবুজ বাঁচাতে চাই। বাংলায় বিজেপিকে প্রতিহত করার জন্য তৃণমূল কংগ্রেসের রাস্তা বেছে নিয়েছি। যারা দলত্যাগ করেছেন তাঁদেরকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি।




এদিনের যোগদানে ঊষা চৌধুরী জানান, দিদির হাত শক্ত করতেই তৃণমূলে যোগদান। মমতার সাথে সব সময় আছি ও থাকবো। এদিকে আজই তৃণমূলে যোগ দিয়েছেন সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি। প্রার্থীও করা হতে পারে তাকে বলেই খবর। বুধবারই ঘাসফুল শিবিরে যোগ দেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় । আসন্ন ভোটের আগে তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন দীপঙ্কর দে, রাজ চক্রবর্তী , মানালি দে, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, সৌরভ দাস, সায়নী ঘোষের মত হেভিওয়েট তারকারা। রণিতা দাস, সৌপ্তিক চক্রবর্তী, শ্রীতমা ভট্টাচার্যের মতো টেলিভিশন তারকারাও শাসকদলে নাম লিখেছেন।