Latest News

6/recent/ticker-posts

Ad Code

৬ নেতাকে শোকজ তৃণমূলের, মুখ খুললেন সাবির সাহা চৌধুরি




৬ নেতাকে শোকজ তৃণমূলের, মুখ খুললেন সাবির সাহা চৌধুরি 



সম্মুখে ভোট। তার আগে কোচবিহার জেলার দিনহাটা বিধানসভার তৃণমূল কংগ্রেস সদস‍্য ও পদাধিকারী একাধিক সদস‍্যকেকে শোকজ করে দল। দলের নির্দেশ অনুযায়ী কাজ না করার অভিযোগে এই শোকজ বলেই জানা গেছে। 



কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায় সোশ‍্যাল মিডিয়ায় এক বিবৃতি প্রকাশ করে জানান, রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে দিনহাটা বিধানসভার তৃণমূল কংগ্রেসের সদস্য ও পদাধিকারী মীর ইকবাল কবীর, মিলন সেন, বাবলা নন্দী, অজয় রায়, সাবির সাহা চৌধুরী, তরনীকান্ত বর্মন মহাশয়দের দলের নির্দেশ অনুযায়ী কাজ না করার জন্য আজ ১৭/০৩/২০২১ তারিখে শোকজ করা হল। তিনদিনের মধ্যে সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে দলের নির্দেশেই কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এই বিবৃতি সোশ‍্যাল মিডিয়াতে পোস্ট করেছেন পার্থ প্রতিম রায়। 




ভোটের মুখে দিনহাটা বিধানসভার ছয় নেতাকে শোকজ করায় শুরু হয়েছে শোরগোল। এমন পরিস্থিতিতে মুখ খুললেন শোকজ নেতা সাবির সাহা চৌধুরি। দেখে নেওয়া যাক কি বলছেন সাবির সাহা চৌধুরি-।

৬ তৃণমূল নেতাকে শোকজ, মুখ খুললেন সাবির সাহা চৌধুরি

Posted by Sangbad Ekalavya on Wednesday, March 17, 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code