১লা এপ্রিল দ্বিতীয় দফায় ভোট কোন কোন কেন্দ্রে? জানুন বিস্তারিত
১ এপ্রিল বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আরম্ভ হয়েছে ২৭শে মার্চ। আট দফায় ২৯৪ কেন্দ্রে ভোট। ইতিমধ্যে প্রথম দফায় ভোট হয়ে গিয়েছে। এরপর ১লা এপ্রিল দ্বিতীয় দফায় ভোট। দ্বিতীয় দফায় যেখানে জনতার দরবারে উঠবে ১৭১ জন প্রার্থীর ভাগ্য। কার প্রতি জনতা জনার্দন সদয় হয়েছেন সেটা জানা যাবে ২ মে।দ্বিতীয় দফায় ৪ জেলার ৩০ আসনে ভোট। পশ্চিম মেদিনীপুরে ৯টি, পূর্ব মেদিনীপুরে ৯ টি, বাঁকুড়ায় ৮টি ও দক্ষিণ চব্বিশ পরগণায় ৪ আসনে ভোট। নন্দীগ্রাম ছাড়াও দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ডেবরা, খড়্গপুর সদর, ময়না, সবংয়ের মতো আসনে। গোটা দেশের এখন নজর নন্দীগ্রাম। তৃণমূল সুপ্রিমো এই আসনেই প্রার্থী, তার বিরুদ্ধে বিজেপির হয়ে লড়ছেন মমতার দল তৃণমূলেরই প্রাক্তন নেতা শুভেন্দু। ত্রিমুখী লড়াইয়ের আর এক মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়।
পশ্চিম মেদিনীপুর (৯), পূর্ব মেদিনীপুর (৯), বাঁকুড়া (৮) ও দক্ষিণ ২৪ পরগণা (৪) এই চার জেলায় ভোট।
পশ্চিম মেদিনীপুরের যে ৯ আসনে ভোট-
খড়গপুর সদর
নারায়ণগড়
সবং
পিংলা
ডেবরা
দাসপুর
ঘাটাল
চন্দ্রকোনা
কেশপুর।
পূর্ব মেদিনীপুর যে ৯ আসনে ভোট –
তমলুক
পাঁশকুড়া পূর্ব
পাঁশকুড়া পশ্চিম
ময়না
নন্দকুমার
মহিষাদল
হলদিয়া
নন্দীগ্রাম
চণ্ডীপুর।
বাঁকুড়ার যে ৮ আসনে ভোট –
তালড্যাংরা
বাঁকুড়া
বড়জোড়া
ওন্দা
বিষ্ণুপুর
কোতুলপুর
ইন্দাস
সোনামুখী।
দক্ষিণ ২৪ পরগনা যে ৪ আসনে ভোট-
গোসাবা
পাথরপ্রতিমা
কাকদ্বীপ
সাগর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊