Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের নয়া দায়িত্বে প্রশান্ত কিশোর, এবার নিযুক্ত হলেন ক্যাপ্টেনের প্রধান উপদেষ্টা




ফের নয়া দায়িত্বে প্রশান্ত কিশোর, এবার নিযুক্ত হলেন ক্যাপ্টেনের প্রধান উপদেষ্টা




পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পূর্বেই নয়া দায়িত্বে প্রশান্ত কিশোর। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পরেই ক্যাপ্টেনের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেবেন পিকে। প্রসঙ্গত, আগামী বছরেই পাঞ্জাবের বিধানসভা নির্বাচন। প্রশান্ত কিশোরকে মুখ্য উপদেষ্টা হিসেবে নেওয়ার কথা নিজেই তার টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।




এদিকে বাংলায় ভোটের নির্ঘণ্ট বেজে গিয়েছে। ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে ভোট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলকে ফের গদিতে বহাল রাখতে কৌশল প্রয়োগ করছে পিকে। দল কীভাবে চলবে, প্রচার কীভাবে এগোলে সাফল্য আসবে, প্রার্থী হিসেবে কাদের অগ্রাধিকার দিতে হবে, সে সব ব্যাপারে তৃণমূল সুপ্রিমোকে পরামর্শ দিচ্ছেন প্রশান্ত কিশোর। দলে পিকে-কে নিয়ে অসন্তোষ প্রকাশ হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা রয়েছে তার ওপরেই।




এমনকি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় লাভ শুধু অপেক্ষা বলেও জানিয়েছিলেন পিকে। তিনি চ্যালেঞ্জও করেছেন একাধিক। কিছুদিন আগেই টুইটে প্রশান্ত কিশোর দাবি করেন, আসন্ন বাংলার বিধানসভা ভোটে বিজেপি দুই অঙ্কেই আটকে যাবে। গেরুয়া দল এরাজ্যে ১০০ আসন পেরোলে তিনি কাজ ছেড়ে দেবেন চ্যালেঞ্জ ছোড়েন তিনি। এখন দেখার কতটা সফল হন পিকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code