Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা-কালের প্রথম বিদেশ সফরে ঢাকায় প্রধানমন্ত্রী মোদী, স্বাগত জানালেন হাসিনা, ১০ লক্ষ ডোজ কোভিড ভ্যাকসিন ডোজ দিলেন বাংলাদেশকে

 


করোনা-কালের প্রথম বিদেশ সফরে ঢাকায় প্রধানমন্ত্রী মোদী, স্বাগত জানালেন হাসিনা


করোনাকালে প্রায় ১৫ মাস পর, দু’ দিনের বিদেশ সফরে সকাল সাড়ে ১০টা নাগাদ ঢাকায় পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 



বাংলাদেশে পৌঁছনোর পর তিনি সবার প্রথমে সাভারে জাতীয় স্মৃতি সৌধে ১৯৭১-এর যুদ্ধের শহিদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন।পরে প্রধানমন্ত্রীর ট্যুইট, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীরা  বহু মানুষের কাছেই প্রেরণা।

 


বাংলাদেশে পৌঁছনোর পর ভারতের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন মোদি।

 

করোনা ভ্যাকসিনের ১০ লক্ষ ডোজ সঙ্গে নিয়ে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। ভারত এখনও পর্যন্ত ৭১ টি দেশকে ভ্যাকসিন সরবরাহ করেছে।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন বাংলাদেশের ক্রিকেটার শাকিব অল হাসান। 

জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানের পাশাপাশি ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী। সফরের শেষ দিন অর্থাৎ আগামীকাল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি দর্শনে যাবেন মোদি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code