Latest News

6/recent/ticker-posts

Ad Code

কাঁথির জনসভায় বিজেপি, মোদি সরকার, অধিকারী পরিবারকে আক্রমণ মমতার



কাঁথির জনসভায় বিজেপি, মোদি সরকার, অধিকারী পরিবারকে আক্রমণ মমতার



উত্তর কাঁথির জনসভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ‍্যায়। শুধু বিজেপিই নয় মোদী ও অধিকারী পরিবারকেও তোপ দাগলেন মমতা। পাশাপাশি তুলে ধরলেন নিজের সাধারন জীবন যাপন। 



তিনি বলেন, ‘আমি একটাকা মাইনে নিই না। আমি চাকর বাকরের মতো কাজ করি। সার্কিট হাউসে ভাড়া দিই। ৭ বার এমপি ছিলাম, এক পয়সা নিই না। আমি বই, গান লিখি, ক্যাসিও বাজাই, সেই টাকাও নিই না। আমার কীসে লাগবে? একা মানুষ।’




অধিকারী পরিবারের সদস্যদের নাম না করে ‘গদ্দার’ বলে তোপ দাগেন মমতা। তিনি বলেন, ‘আমি তো গাধা ছিলাম। বিশ্বাস করে গিয়েছি, ভালবেসেছি নিঃস্বার্থভাবে। আর এখন তো শুনছি সম্পত্তি নাকি ৫০০০ কোটি টাকার। এত টাকা কোথা থেকে এল? এত টাকা করেছে জে সেই টাকা বাঁচানোর জন্য পালিয়েছে। কন্টাই কোঅপারেটিভ ব্যাঙ্ক আরও কত কী আছে! হাজার হাজার কোটি টাকা করেছে।’



নাম না করেও তাঁর বক্তব‍্য অধিকারী পরিবারের দিকেই ছিল মন্তব‍্য তা স্পষ্ট। তবে এদিন তাঁর মন্তব‍্যে উঠে আসে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের কথা, তার চেয়ারম্যান শুভেন্দু অধিকারী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code