Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাম যুব নেতাকে আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

 


বাম যুব নেতাকে আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে 



জলপাইগুড়ি:-

বাম যুব নেতার ওপর আক্রমণের অভিযোগ।অভিযোগ যুব তৃনমূল কর্মীদের বিরুদ্ধে।জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের।



DYFI এর জেলা সহ-সম্পাদক দীপশুভ্র স্যান্যাল শনিবার রাত ১০:৩০নাগাদ দলীয় কর্মসূচীর অনুমতির কাজে কোতোয়ালি থানায় আসেন। সেইসময় থানায় যুব তৃনমূল কর্মীদের বিক্ষোভ চলছিল।



অভিযোগ, দীপশুভ্রকে দেখতে পেয়ে যুব তৃনমূল সভাপতি সৈকত চ্যাটার্জী এবং অন্যকর্মীরা প্রথমে গালিগালাজ শুরু করে এবং পরে শারীরিকভাবে নিগ্রহ করা হয়।কোনোমতে সেখান থেকে বেরিয়ে আসেন তিনি।এরপর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।এখনও তিনি সেখানেই চিকিৎসাধীন। রাতেই মেইল করে থানায় অভিযোগ দায়ের করা হয়।



রবিবার দুপুরে জলপাইগুড়ির বিদায়ী বিধায়ক তথা সংযুক্ত মোর্চার প্রার্থী সুখবিলাস বর্মা সহ বাম এবং কংগ্রেস নেতৃত্ব থানায় আসেন।ডিএসপি হেডকোয়ার্টার সমীর পালের সাথে দেখা করে দ্রুত ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।


যুব তৃনমূল সভাপতি সৈকত চ্যাটার্জী জানিয়েছেন, এরকম কোনো ঘটনাই ঘটেনি।প্রচার পাওয়ার জন্য ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।

ডিএসপি হেডকোয়ার্টার জানিয়েছেন, অভিযোগ দায়ের হয়েছে,ঘটনার তদন্ত করে যাথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code