কলকাতা পুরী ট্রেন হোলি উপলক্ষ্যে মেয়াদ বাড়ল স্পেশাল ট্রেনের, 



একাধিক স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়ল। কারণ, একাধিক উৎসব। বিজ্ঞপ্তি জারি করে দোল উপলক্ষ্যে কলকাতা-পুরী-কলকাতা বিশেষ সুপারফাস্ট ট্রেন চালানো হবে বলেও জানানো হয়েছে। 



দেখে নেওয়া যাক যেসকল স্পেশার ট্রেনের মেয়াদ বাড়লো:

১) ০৫০৪৮ গোরখপুর-কলকাতা স্পেশাল (রবিবার, সোমবার, মঙ্গলবার, শুক্রবার) : আগামী ২৯ জুন পর্যন্ত ট্রেন চলবে।


২) ০৫০৪৭ কলকাতা-গোরখপুর (সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার) : আগামী ১ জুলাই পর্যন্ত চলবে ট্রেন।


৩) ০৫০৫০ গোরখপুর-কলকাতা (বুধবার এবং শনিবার) : আগামী ৩০ জুন পর্যন্ত ট্রেন চলবে।


৪) ০৫০৪৯ কলকাতা-গোরখপুর (রবিবার এবং বুধবার) : আগামী ৩০ জুন পর্যন্ত চলবে ট্রেন।



৫) ০৫০৫২ গোরখপুর-কলকাতা (বৃহস্পতিবার) : আগামী ২৪ জুন পর্যন্ত ট্রেন চলবে।


৬) ০৫০৫১ কলকাতা-গোরখপুর (শুক্রবার) : আগামী ২৫ জুন পর্যন্ত চলবে ট্রেন।


৭) ০৫০৯৮ জম্মুতাওয়াই-ভাগলপুর স্পেশাল (মঙ্গলবার) : আগামী ২৯ জুন পর্যন্ত ট্রেন চলবে।


৮) ০৫০৯৭ ভাগলপুর-জম্মুতাওয়াই স্পেশাল (বৃহস্পতিবার) : আগামী ১ জুলাই পর্যন্ত চলবে ট্রেন।


৯) ০৫০২৮ গোরখপুর-হাটিয়া স্পেশাল (প্রতিদিন) : আগামী ৩০ জুন পর্যন্ত ট্রেন চলবে।


১০) ০৫০২৭ হাটিয়া-গোরখপুর স্পেশাল (প্রতিদিন) : আগামী ১ জুলাই পর্যন্ত চলবে ট্রেন।




কলকাতা-পুরী আগামী শনিবার (২৭ মার্চ) রাত ১১ টা ৪৫ মিনিটে কলকাতা থেকে ছাড়বে ট্রেন। পুরী পৌঁছাবে পরদিন সকাল ৯ টা ৩৫ মিনিটে। আন্দুল, খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, ভুবনেশ্বর এবং খুরদা রোডে দাঁড়াবে এই ট্রেন। ফিরতি পথে রবিবার (২৮ মার্চ) দুপুর ২ টোর সময় ট্রেন ছাড়বে। কলকাতায় পৌঁছাবে রাত ১১ টা ৫০ মিনিটে। আপ ট্রেনের (কলকাতা-পুরী) বুকিং শুরু হয়েছে আজ সকাল ৮ টা থেকে। ইন্টারনেট এবং কাউন্টার থেকে টিকিট কাটা যাবে। বিশেষ ট্রেনের বাড়তি ভাড়া ধার্য করা হবে বলে খবর।