সুখবর, Home Loan নিয়ে বড়ো ঘোষনা SBI এর 





গৃহ ঋণ গ্রহীতাদের জন‍্য সুখবর দিল স্টেট ব‍্যাঙ্ক অফ ইণ্ডিয়া। গৃহ ঋণের সুদে ও প্রসেসিং ফি তে ছাড় ঘোষনা করলো এসবিআই। সোমবার এসবিআই এর তরফে গৃহ ঋণের ক্ষেত্রে সুদে ছাড়ের কথা ঘোষনা করা হয় বলে জানা গেছে। তবে নির্দিষ্ট সময় পর্যন্ত শর্তসাপেক্ষে মিলবে এই সুবিধা।




এসবিআই সূত্রে জানা যায়, গৃহঋণে ৭০ বেসিস পয়েন্ট পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। যার অর্থ ৭৫ লক্ষ টাকা ঋণের ক্ষেত্রে বর্তমানে সুদ দিতে হবে ৬.৭০ শতাংশ হারে। ৭৫ লক্ষ টাকার বেশি গৃহঋণ নিলে ৬.৭৫ শতাংশ হারে সুদ দিতে হবে। এর পাশাপাশি প্রসেসিং চার্জেও ১০০ শতাংশ ছাড় দিল ব্যাংক। জানা যাচ্ছে আগামী ৩১শে মার্চ পর্যন্ত এই সুবিধা পাবে গ্রাহকরা। 




আরও জানা গেছে, মহিলাদের জন্যও বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। আন্তর্জাতিক মহিলা দিবসের প্রাক্কালে অতিরিক্ত ৫ বেসিস পয়েন্ট ছাড় পাবে মহিলা ঋণগ্রহীতারা। পাশাপাশি ইওনো এসবিআই থেকে আবেদন করলে ৫বেসিস পয়েন্ট ছাড় পাওয়া যাবে। ওয়াকিবহাল মহল মনে করছে করোনার জেরে জারি লক ডাউনে ব‍্যাঙ্ক থেকে ঋণ গ্রহণের হ্রাসের কারণে সুদের অফার দিয়ে গ্রহীতাদের ঋণ উৎসাহিত করতে পদক্ষেপ এসবিআইয়ের