'বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভারতী ঘোষকে গ্রেফতার নয়’, জানাল সুপ্রিম কোর্ট




২৭শে মার্চ থেকে রাজ্যে বিধানসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভারতী ঘোষকে গ্রেফতার না করার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। এর আগে ভারতী ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে গ্রেফতারি পরোয়ানা স্থগিত এবং এফআইআর খারিজের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভারতী ঘোষ। সেই আবেদনের প্রেক্ষিতে এদিন শীর্ষ আদালত জানায়, ‘ভারতী ঘোষকে এখনই গ্রেফতার করা যাবে না, বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত গ্রেফতার নয়’।



আর্জিতে ভারতী জানিয়েছিলেন, ২০১৮-তে বিজেপিতে যোগদানের পর তাঁর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশ ১০ টি মামলা দায়ের করেছে। এরপর ভোট চলাকালীন সময়ে একাধিকবার তাঁকে সেইসব মামলা নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল। এরপর ভারতী ঘোষের অভিযোগ, তাঁর প্রচারের কাজে বাধা দিতে পুলিশ ও সিআইডি দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছিল। এই মামলায় তখন সুপ্রিম কোর্ট তাঁকে রেহাই দিয়েছিল।ভারতী ঘোষের বিরুদ্ধে মামলার সংখ্যা ১০ থেকে বেড়ে ৩০ হয়েছে বলেও জানানো হয় আর্জিতে। বিভিন্ন সন্দেহভাজন লোকজনদের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয় একটি মামলায় লোকসভা নির্বাচনের সময় মারধরের অভিযোগ করা হয়। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে আচমকাই তার নামে ফের গ্রেফতারি পরোয়ানা জারি হয়।



আসন্ন বিধানসভা নির্বাচনে ডেবরা আসনে বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ।

সরকার পক্ষের আইনজীবির দাবি, এখন পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের আওতাধীন। পরোয়ানা আদালত জারি করেছে, রাজ্য সরকার নয়। গ্রেফতারিতে স্থগিতাদেশে ভুল সঙ্কেত যাবে বলেও জানান তিনি। কিন্তু রাজ্য সরকারের আইনজীবীর যুক্তিতে সায় দেয়নি সুপ্রিম কোর্ট।