Latest News

6/recent/ticker-posts

Ad Code

নেপালে বেড়াতে গিয়ে পুলিশের গুলিতে মৃত ১, নিখোঁজ ১ ভারতীয়




নেপালে বেড়াতে গিয়ে পুলিশের গুলিতে মৃত ১, নিখোঁজ ১ ভারতীয়





উত্তরপ্রদেশের তিন যুবক নেপালে বেড়াতে গিয়ে নেপাল পুলিশের গুলিতে মৃত্যু হল একজনের। পাশাপাশি এক নিখোঁজ এবং একজন ভারতে ফিরেছেন বলে খবর। নেপালে বেড়াতে গিয়ে কোনও কারণে সশস্ত্রবাহিনীর সঙ্গে তাঁদের বচসার জেরে গুলি চালায় পুলিশ সেই গুলির আঘাতে মৃত্যু হয় একজনের। এই ঘটনার জেরে ভারত-নেপাল সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে।




পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম গোবিন্দ। পাপ্পু সিংহ, গুরমেদ সিংহ ও গোবিন্দ তিনজনেই নেপালে বেড়াতে গিয়েছেন। গোবিন্দর মৃতদেহ নেপাল পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানা গিয়েছে। নেপালের একটি হাসপাতালে দেহটি রাখা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। তবে কেন কি কারনে বচসা হয়েছে তা এখনও জানা যায়নি। উত্তর প্রদেশের পিলিভিটের হাজারা অঞ্চলের বাসিন্দা তিনজনেই।




পিলিভিটের পুলিশ সুপার জয় প্রকাশ জানিয়েছেন, ‘তিনজন ভারতীয় নেপালে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে নেপাল পুলিশের বচসা বাঁধে। নেপাল পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। বাকি দু’জনের একজন ভারতে ফিরে আসতে পেরেছেন এবং একজন নিখোঁজ। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।’ভারত-নেপাল সীমান্তে কড়া সতর্কতা জারি হয়েছে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code