Latest News

6/recent/ticker-posts

Ad Code

৩১সি জাতীয় সড়কে দুর্ঘটনা, একটুর জন‍্য রক্ষা পেল প্রান




৩১সি জাতীয় সড়কে দুর্ঘটনা, একটুর জন‍্য রক্ষা পেল প্রান



ফের পথ দুর্ঘটনা জেলা আলিপুরদুয়ারে। ৩১সি জাতীয় সড়কে দুর্ঘটনার শিকার একটি ছোট গাড়ি। অল্পের জন্য ভাগ্যের জোড়ে প্রাণে বাঁচলেন ছোট গাড়ির চালক।দুর্ঘটনাটি ঘটে কুমারগ্রাম ব্লকের তেলিপাড়া চৌপথীতে।



সূত্রের খবর, নিজের গাড়ি নিয়ে তেলিপাড়া চৌপথীতে জাতীয় সড়কে উঠেন কামাখ্যাগুড়ির বাসিন্দা রতন দে সরকার।যাত্রাস্থল কুমারগ্রাম।জাতীয় সড়কে উঠা মাত্রই তার গাড়িতে সজোরে ধাক্কা মারে অসমগামী একটি মালবাহী ট্রাক।বড় গাড়ির ধাক্কায় রতনবাবুর গাড়ির বা পাশের সামনের অংশটি দুমড়েমুচড়ে যায়।সিট বেল্ট পরিহিত থাকায় প্রাণে বেঁচে যান রতন দে সরকার।



দুর্ঘটনার পর অসমগামী গাড়িটি পালিয়ে যায় বলে জানা যায়।খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ এবং জিজ্ঞাসাবাদের পর পুলিশ ছোট গাড়িটি উদ্ধার করে নিয়ে যান। প্রত্যক্ষদর্শী এবং রতন বাবুর কথার ওপর ভিত্তি করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code