আন্তর্জাতিক চিঠি লেখার প্রতিযোগিতা শুরু করেছে ভারতীয় ডাক বিভাগ





আন্তর্জাতিক চিঠি লেখার প্রতিযোগিতা শুরু করেছে ভারতীয় ডাক বিভাগ । ‘রাইট আ লেটার টু আ ফ্যামিলি মেম্বার অ্যাবাউট ইয়র এক্সপেরিয়েন্স উইথ কোভিড-১৯’ অর্থাৎ 'করোনা কালে নিজের অভিজ্ঞতা বিষয়ে পরিবারের কোন সদস্যের উদ্দেশ্যে চিঠি'– এই বিষয়ে ৩১শে মার্চের হিসেবে যাদের বয়স ১৫-র মধ্যে তারা অংশ নিতে পারবে।


বর্তমান পরিস্থিতি বিবেচনা করে অংশগ্রহণকারীরা বাড়ি থেকে এই প্রতিযোগিতায় যোগ দিতে পারবে।

তারা ডাকযোগে তাদের চিঠি, Shri Nirmalya Mitra, ADPS(BD),O/o the Chief Postmaster General, West Bengal Circle, Kolkata-700012- এই ঠিকানাতে 1 এপ্রিলের মধ্যে পাঠাতে হবে।


রাজ্যস্তরে এবং জাতীয় স্তরে বিজয়ী প্রতিযোগীদের নগদ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন-এর বিবেচনায় সর্বশ্রেষ্ঠ পত্র লেখক ইউনিয়ন-এর সদর দপ্তর স্যুইজারল্যান্ড সফর ছাড়াও একটি সোনার মেডেল পাবে।


এ বিষয়ে বিস্তারিত জানার জন্য notification টি দেখে নিন-