Latest News

6/recent/ticker-posts

Ad Code

আগামীকাল প্রথম দফার নির্বাচন রাজ্যে, জেনে নিন কোন কোন কেন্দ্রে

 


আগামীকাল প্রথম দফার নির্বাচন রাজ্যে, জেনে নিন কোন কোন কেন্দ্রে 




নবান্ন দখলের লড়াই শুরু কাল থেকে। ২৭শে মার্চ প্রথম দফার বিধানসভা ভোট রাজ‍্যে। নজিরবিহীনভাবে এবারের বিধানসভা নির্বাচন আট দফায় হতে চলেছে। ইতিমধ‍্যে প্রথম দফার ভোটের প্রচার শেষ হয়ে গেছে। ভোট গ্রহণের প্রস্তুতি শেষ করে ফেলেছে কমিশন। প্রথম দফার ভোটে কোন কোন বিধানসভায় ভোট জেনে নেওয়া যাক-



আগামীকাল এরাজ্যে ৩০টি কেন্দ্রে ভোট।

এই তালিকায় আছে

পটাশপুর,

কাঁথি উত্তর,

ভগবানপুর,

খেজুরি,

কাঁথি দক্ষিণ,

রামনগর,

এগরা,


জাঁতন,

নয়াগ্রাম,

গোপীবল্লভপুর,

ঝাড়গ্রাম,

কেশিয়াড়ী,

খড়গপুর,

গড়বেতা,

শালবনি,

মেদিনীপুর,

বিনপুর,

বানদ্বান,


,বলরামপুর

জয়পুর,

পুরুলিয়া,

মানবাজার,

কাশিপুর,

পারা,

রঘুনাথপুর,


শালতোড়া,

ছাতনা,

রানিবাঁধ,

রাইপুর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code