এবার দেবও গেরুয়া শিবিরের পথেই হাঁটছেন! সৌমিত্র খাঁ-কে কি জানালেন তিনি ?
৭ ফেব্রুয়ারি একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্ডিয়ান অয়েলের তরফে হলদিয়ায় এই অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এর আগে নেতাজি জয়ন্তীতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 'জয় শ্রীরাম ধ্বনি'র পর মুখ্যমন্ত্রীর ভাষণ না দেওয়া নিয়ে অনেক রাজনৈতিক চর্চা হয়েছে। এই আবহে সাত তারিখে হলদিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন কিনা তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা না গেলেও জল্পনা শুরু হয়েছে অন্য আর একজনকে নিয়ে। তিনি অভিনেতা সাংসদ দেব। হঠাৎ দেব কেন আমন্ত্রিত তাই নিয়ে উঠেছে প্রশ্ন।
তবে সরকারি অনুষ্ঠানের প্রোটোকল মেনেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রণপত্র পেয়েছেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী তথা দেব এবং কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী। দেব আগেই জানিয়েছেন, এটা সরকারি অনুষ্ঠানের আমন্ত্রণপত্র। কেন্দ্রের ডাকে সাড়া দিয়ে তিনি সেখানে হাজির থাকবেন।
কিন্তু দলবদলের আবহে এই পদক্ষেপ কেবলই নিয়মরক্ষার বলে মনে করছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ শাসক দলের সঙ্গে দূরত্ব বেড়েছে গোটা অধিকারী পরিবারের। শিশির অধিকারীকে একাধিক পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল । দলবদলের জল্পনা ইতিমধ্যেই উসকে দিয়েছেন দিব্যেন্দ্যুও।
১০ ফেব্রুয়ারি লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করার কথা তমলুকের সাংসদের। ওইদিন তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন বলেও স্যোসাল মিডিয়ায় শোনা যাচ্ছে৷ এই আবহে মোদীর অনুষ্ঠানে ডাক পাওয়া ঘাটালের সাংসদ দেবকে নিয়েও তাই জল্পনা তৈরি হয়েছে।
তবে দেবের বিজেপিতে যোগদান নিয়ে যখন জোর আলোচনা রাজ্য রাজনীতিত তখন তার অবসান ঘটালেন ঘাটালের সাংসদ নিজেই। সৌমিত্রকে ট্যুইট করেই জবাব দিলেন অভিনেতা। জানিয়ে দিলেন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে তিনি অংশ নিতে পারছেন না। দেব লিখেছেন, "প্রিয় সৌমিত্র, আপনার পথচলা এবং সাফল্য দেখে আমি গর্বিত। আমায় ক্ষমা করবেন কারণ ওই অনুষ্ঠানে থাকতে সক্ষম হব না, তবে আমন্ত্রণপত্র পেয়ে আমি বাধিত। আমাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও আপনার জন্য ভালবাসার এবং বিশেষ জায়গা থাকল। "
Dear Saumitra,
— Dev (@idevadhikari) February 3, 2021
I stil feel very proud to see your journey & achievements.
My sincere apologies, as I won't be able to make it to this event, but I m touched to have received this invite🙏🏻
U wil always hold a special place of love n respect irrespective of our political ideologies https://t.co/Iq75oJTbw5
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊