Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিহারি জনকল্যাণ মঞ্চের তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো ময়নাগুড়িতে




বিহারি জনকল্যাণ মঞ্চের তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো ময়নাগুড়িতে



বিহারি জনকল্যাণ মঞ্চের তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো ময়নাগুড়িতে। বিহারিদের উন্নয়ন এবং সহযোগিতার লক্ষ্যে তৈরি বিহারি জনকল্যাণ মঞ্চের এদিনের অনুষ্ঠানে বিহারি সম্প্রদায়ের সকল মানুষ উপস্থিত ছিলেন। বিহারি সম্প্রদায়ের পাশাপাশি মূলত সব স্তরের মানুষের পাশে দাঁড়ানোই মূল উদ্দেশ্য বলে জানানো হয় সংগঠনের তরফে। 



এছাড়াও মানুষের সুবিধা অসুবিধায় পৌঁছে গিয়ে তাদের সহযোগিতা করা হয় বলেও জানানো হয়। বছরের বিভিন্ন সময়ে রক্তদান শিবির ও সমাজ সেবা মূলক কর্মসূচি গ্রহণ করা হয়। তার পূর্ব প্রস্তুতির জন্য বার্ষিক এই সন্মেলনে সিদ্ধান্ত গৃহীত হয়। 



এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি ভূষন ছেত্রী, মঞ্চের চিফ অ্যাডভাইজার অমরকান্ত ঝা, ওমকুমার শা, সভাপতি রামকুমার শা, উপসভাপতি দীলিপ কুমার সিং সহ প্রমুখ সদস্যেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code