দুঃস্থ মানুষদের পুরাতন কাপড় বিলি স্বপ্ন তরী স্বেচ্ছাসেবী সংগঠনের 



মহিলাদের মাধ্যমে পরিচালিত "স্বপ্ন তরী" নামে আলিপুরদুয়ারের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ডিমডিমা চা বাগানের বাসিন্দাদের মধ্যে নতুন ও ব্যবহার যোগ্য পুরাতন জামা কাপড় বিলি করার উদ্যোগ নেওয়া হল সোমবার।এদিন বাগানের প্রায় ৫০০ জন বাসিন্দাদের মধ্যে এই বস্ত্র বিতরণ করা হয় বাগান সংলগ্ন হেভেন সেল্টার হোমের সামনে থেকে।




বস্ত্র বিতরণ কর্মসূচি সম্পর্কে সংগঠনের সম্পাদিকা নিবেদিতা ধর জানান,প্রতি বছর তিন বার আমরা ডুয়ার্সের চা বাগান এলাকায় ব্যবহারযোগ্য পুরাতন কাপড় জামা শাড়ি বিলি বন্টন করি বিনা পয়সার বাজার কর্মসূচির মাধ্যমে।আজ প্রায় ৫০০ জন মানুষের মধ্যে নতুন ও পুরাতন পোশাক বিলি করা হয়েছে।




এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপস্তিত ছিলেন সভানেত্রী দিমি রায়, কোষাধ্যক্ষ প্রীয়া পাল, সদস্যা প্রীতি পাল, সমাজসেবক সাজু তালুকদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা।