হট ফটশ্যুটে সানি, নেট দুনিয়ায় ভাইরাল
অনুরাগীদের জন্য চমৎকার ছবি শেয়ার করলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। ক্যাপশন দিলেন 'ঈশ্বরের নিজের দেশে'। সানির নয়া ফটোশ্যুট দেখে চমকে ওঠেন অনুরাগীরা দেশি লুকে এবার ধরা দিলেন নীল ছবির প্রাক্তন তারকা তথা বর্তমান বলিউড অভিনেত্রী সানি লিওন। জলের মাঝে সানি লিওনের সেই ফটোশ্যুটের ছবি প্রকাশ্যে আসতেই তা অন্তর্জালে ভাইরাল হয়ে যায়।
লাল এবং সোনালি রঙের শাড়ি পরে ক্যামেরার সামনে আসেন সানি। সেই সঙ্গে কপালে টিপ এবং হাতে চুড়ি পরে ফটোশ্যুট করেন সানি লিওন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সানি নিজেই ছবি গুলি শেয়ার করেছেন। ছবি গুলি তাঁর সাহসিকতার পরিচয় দেয়। সোশ্যাল মিডিয়ায় চারটি ছবি শেয়ার করেছেন সানি। যা ইতিমধ্যে ভাইরাল।
সম্ভাব্য, কেরলের কোনও নদীর কিনারায় নৌকা ছবি গুলি শ্যুট করেছেন সানি লিওন।
In love with God's own country - #Kerala 😍 pic.twitter.com/LLTa16Mrn1
— sunnyleone (@SunnyLeone) February 19, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊