"পাড়ায় সমাধান" প্রকল্পে রাস্তা নির্মাণের জন্য আবেদন জমা পরল পূর্ব মেদিনীপুর জেলা আধিকারিক এর দপ্তরে।



পূর্ব মেদিনীপুর,সুজিত মণ্ডল




পূর্ব মেদিনীপুর জেলা র তমলুক 1 নম্বর ব্লকের অন্তর্গত শ্রীরামপুর 1 নম্বর অঞ্চলের একটি রাস্তা দীর্ঘ 10 বছরেও কোন সংস্কার হয়নি। এই রাস্তাটি শ্রীরামপুর কৃষি উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে যে অনাথ আশ্রম টি রয়েছে সেখানে থেকে কংসাবতী নদী পর্যন্ত প্রায় এক কিলোমিটার একটি মাটির রাস্তা আছে।



এই রাস্তাদিয়ে দিয়ে প্রতিদিন প্রায় 500--600 ছাত্র-ছাত্রী সহ গ্রামগঞ্জের লোক রা যাতায়াত করে। দীর্ঘদিন এই রাস্তা কোন সংস্কার হয়নি। বর্ষাকালে এই রাস্তাটি এক হাঁটু জল হয়ে যায়।সাপের উপদ্রপ হয়।মানুষ অসুস্থ হলে এলাকার লোকদের দ্রুত নিয়ে যেতে অসুবিধে হয়। ছাত্র-ছাত্রীরা নানা অসুবিধার মধ্য দিয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা করে। 



গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি, প্রধানদের জানিয়ে কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে স্থানীয় এলাকার বাসিন্দা বিপ্লব গাঁ তাইত, প্রশান্ত ভৌমিক, শিখা ভৌমিক অনাথ আশ্রমের তত্ত্বাবধায়ক প্রভাত কর সুশান্ত দাস, বিমলচন্দ্র বেরা সহ অন্যান্য অধিবাসীরা রাস্তার দ্রুত নির্মাণের জন্য জেলা আধিকারিক দপ্তরে দরখাস্ত জমা দিল। জেলা আধিকারিক বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।