Latest News

6/recent/ticker-posts

Ad Code

শুরু হল NEET PG Registration 2021, জানুন বিস্তারিত

 


শুরু হল NEET PG Registration 2021, জানুন বিস্তারিত 



শুরু হল নিট তথা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের স্নাতকোত্তর স্তরের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস এর তথ্য অনুসারে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ১৫ই মার্চের মধ্যে আবেদন করতে পারবেন। অনলাইনেই আবেদন করা যাবে। যারা মেডিকেল কলেজে এমডি এমএস বা পিজি ডিপ্লোমা করতে চান তাঁরা রেজিস্ট্রেশন করতে পারবেন। 



যোগ্যতা

  • মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার স্বীকৃতিপ্রাপ্ত কোন কলেজ থেকে এমবিবিএস পাশ করতে হবে।
  • স্নাতকোত্তর আবেদনের ক্ষেত্রে এমবিবিএস পাশ করার পর একবছরের ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক।
  • ৩০ জুন বা তার আগে যাদের এক বছরের ইন্টার্নশিপ শেষ হয়েছে একমাত্র তাঁরাই আবেদন করতে পারবেন।

আসন- 

  • মাস্টার অফ সার্জারি তথা এমএস-  ১০ হাজার ৮২১ 
  • ডক্টর অফ মেডিসিন এমডি- ১৯ হাজার ৯৫৩
  • পিজি ডিপ্লোমা- আসন সংখ্যা ৬ হাজার ১০২



আবেদনের শেষ তারিখ- ১৫ই মার্চ ২০২১

নিট পিজি ২০২১ পরীক্ষা হবে ১৮ এপ্রিল।

পরীক্ষার ফল প্রকাশ হবে ৩১ মে।

আবেদন করার লিঙ্ক- www.nbe.edu.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code