Latest News

6/recent/ticker-posts

Ad Code

পালদীঘি ভুবনমোহন শিশু শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠান

বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পালদীঘি ভুবনমোহন শিশু শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে

Paldighi

বুধবার বড়দিনের প্রাক্কালে হুগলি জেলার খানাকুল থানার খানাকুল ১ ব্লকের রাজা রামমোহন চক্রের অধীনে পালদীঘি ভুবনমোহন শিশু শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয় এর বাৎসরিক অনুষ্ঠান পালিত হল। অনুষ্ঠানের মূল বিষয় ছিল মে- ২০২৫ হইতে ডিসেম্বর- ২০২৫ পর্যন্ত শিশুদের জন্ম মাস পালন,প্রগতি পত্র বিতরণ ,সর্বাধিক বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর প্রাপক শিশুদের স্মৃতি পুরস্কার প্রদান,অভিভাবক/অভিভাবিকা মিটিং অনুষ্ঠিত হয়।

জন্মদিন পালন উপলক্ষে কেক কাটা, ভাত ,মাংস ,চাটনি ,পাপড় ,রসগোল্লা ও উপহারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠান শেষে মাতা শিক্ষক সভায় কয়েকটি খুশির খবর আলোচনা করেন প্রধান শিক্ষক অসিত মহাশয়। আগামী শিক্ষাবর্ষে অর্থাৎ 2026 বর্ষে পঞ্চম শ্রেণীর অনুমোদন ও পঠন পাঠন শুরু হবে। স্মার্ট ক্লাসের উদ্বোধন ও শিশুদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষা প্রদান করা হবে। বর্তমান বছরে কম্পিউটার ক্লাস চলছে। প্রধান শিক্ষক আরো জানান, এই বছর শুরুতে কথা দিয়েছিলাম স্মার্ট ক্লাসের ,তার সম্পূর্ণ রূপদান করতে পেরে ভীষণ আনন্দিত আগামী দিনে সকল শিশু যাতে নিরাপদে সুস্থভাবে সুন্দর পরিবেশে পঠন পাঠন করতে পারে তা সুনিশ্চিত করা বিদ্যালয় এর একমাত্র লক্ষ্য। বিশেষ চাহিদা সব মানুষ শিশুদের বিশেষ যত্ন নেওয়া প্রভৃতি।

সভায় উপস্থিত ভি. ই .সি কমিটির সভাপতি মাননীয় বৈদ্যনাথ পাল বিদ্যালয়ের বেশি করে ছাত্র-ছাত্রী ভর্তি হয় তার জন্য সকলের কাছে আহ্বান করেন। উপস্থিত সহকারী শিক্ষকবৃন্দ শিশির কুমার পাল ও সুব্রত দেঁড়ে শিশুদের সার্বিক পঠন পাঠন ও ছাত্রদের মান উন্নয়নে বিশেষভাবে জোর দেন।

সভায় উপস্থিত একজন অভিভাবিকা মৌমিতা অধিকারী জানান বর্তমানে বিদ্যালয় বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে মান উন্নয়নের সাথে প্রয়াস চালিয়ে যাচ্ছে যা খুবই প্রশংসার যোগ্য। আমার দুই সন্তান এখানে পড়াশোনা করে খুবই ভালো পরিবেশ ও পঠন-পাঠনের উপযুক্ত। এ বিষয়ে তিনি প্রধান শিক্ষক মহাশয়কে বিশেষভাবে ধন্যবাদ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code