উচ্চশিক্ষা কমিশন গঠন, স্কুল উন্নয়ন সহ শিক্ষা নিয়ে একাধিক ঘোষনা বাজেটে
নতুন আর্থিক বর্ষে বাজেট ঘোষনা করতে গিয়ে শিক্ষাক্ষেত্রেও বড় ঘোষনা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। কেন্দ্র প্রণীত নয়া জাতীয় শিক্ষানীতির আওতায় পনেরো হাজার বিদ্যালয়ের উন্নয়ন হবে বলে এদিন ঘোষনা করেন তিনি। যা সারা দেশজুড়ে হবে বলেও জানান তিনি। তাঁর এই ঘোষনা থেকেই স্পষ্ট শীঘ্রই চালু হচ্ছে জাতীয় শিক্ষানীতি।
শুধু শিক্ষানীতিই নয় দেশের বিভিন্ন প্রান্তে স্কুল তৈরির কথা ঘোষণা করেন নির্মলা সীতারমণ। আদিবাসী এলাকায় বিশ্ববিদ্যালয় তৈরির কথা ঘোষণা করে সরকার। আদিবাসী এলাকায় তৈরি হবে ৭৫৮টি নতুন বিদ্যালয়। তিনি আরো জানান, মানবসম্পদ উন্নয়নে ১৫ হাজার কোটি একলব্য স্কুল হবে। শুধু তাই নয়, ৩৫ হাজার ২১৯ কোটি টাকা বরাদ্দ তফসিলি জাতি ও উপজাতি পড়ুয়াদের জন্য বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। জানিয়েছেন অর্থমন্ত্রী।
পাশাপাশি এদিনের বাজেটে তিনি উচ্চ শিক্ষা কমিশন গঠনের কথা জানান। যার অধীনে কেন্দ্রীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি থাকবে। কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তার ব্যবস্থা ও লেহ তে বিশ্ববিদ্যালয়ের স্থাপনের কথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊