Latest News

6/recent/ticker-posts

Ad Code

‘মায়ের রান্নাঘর’ সবজি-ডাল সহ পাঁচ টাকায় পাওয়া যাবে ডিম-ভাত - বাজেটের সাতদিনের মধ্যে চালু

 


‘মায়ের রান্নাঘর’ সবজি-ডাল সহ পাঁচ টাকায় পাওয়া যাবে ডিম-ভাত



বাজেট পাশের সাত দিনের মধ্যে কলকাতায় চালু হচ্ছে পাচ টাকায় ডিম-ভাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা ‘মায়ের রান্নাঘর’ চালু হচ্ছে কলকাতায়। জানা যাচ্ছে আপাতত কলকাতায় ১৬ টি জায়গায় দুপুরের খাবার জোগান দেবে ‘মায়ের রান্নাঘর’। এরপর তা ধীরে ধীরে কলকাতার ১৪৪টি ওয়ার্ডেই এই ‘মায়ের রান্নাঘর’ চালু হবে। সোমবার বিকেল ৩টেয় স্বয়ং মুখ্যমন্ত্রী ভারচুয়ালি উদ্বোধন করবেন। মঙ্গলবার থেকে প্রতিদিন দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত খাবার বণ্টন করা হবে।


স্বাধীনতার পর এই প্রথম বার সরকারি পর্যায়ে কলকাতায় গরীব দুঃস্থ অসহায় মানুষদের জন্য অল্প খরচে পেট ভরে খাবারের ব্যবস্থা হতে চলেছে। ৫ ফেব্রুয়ারি বাজেট পেশের পর ৮ই ফেব্রুয়ারি  বাজেট পাশ হয়। নবান্ন সূত্রে খবর রাজ্যের সমস্ত জেলাতেই ভোটের আগে এই প্রকল্প চালু হবে। ইতিমধ্যে এই প্রকল্পের জন্য রেশন থেকে চালও বরাদ্দ করেছে রাজ্য খাদ্য দপ্তর।


পুরসভার তরফে প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত প্রশাসক দেবাশিস কুমার জানিয়েছেন, “বরো এলাকার যেকোনও একটি পয়েন্ট থেকে বিলি করা হবে রান্না করা খাবারের থালি। যে মরশুমে যেমন সবজি পাওয়া যাবে, সেটাই এই থালিতে ডিমের সঙ্গে সরবরাহ করা হবে।” এই দেবাশিস কুমারই মাত্র ছ’টাকায় দুপুরে নিরামিষ খাবারের ব্যবস্থা করেছিলেন। এবার মুখ্যমন্ত্রী ৫টাকায় আমিষ খাবারের ব্যবস্থা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code