IBPS RRB এর অ্যাডমিট কার্ড প্রকাশ হয়েছে, এখুনি ডাউনলোড করুন





Institute of Banking Personnel Selection (IBPS) এর RRB পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে বোর্ড। যেসব প্রার্থীরা আবেদন করেছে তাঁরা IBPS.in ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ব উনলোড করতে পারবেন। ৩রা ফেব্রুয়ারি থেকে উক্ত ওয়েবসাইট থেকে অ্যাডমিট ডাউনলোড করা শুরু হয়েছে। আগামী ২০ই ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। 



CRP RRB IX এ Group “B”-Office Assistant এর মেইনস পরীক্ষার অ্যাডমিট বের হয়েছে। অ্যাডমিট ডাউনলোড করার পদ্ধতি- 

প্রথমে IBPS এর অফিশিয়াল ওয়েবসাইট IBPS.in এ প্রবেশ করতে হবে। 

এরপর “IBPS RRB Clerk Admit Card”. এ ক্লিক করতে হবে। 



এরপর রেজিস্ট্রেশন নং বা রোল নং দিতে হবে। 

এরপর পাস ওয়ার্ড বা জন্ম তারিখ দিতে হবে। 

এরপর অবশ‍্যই ক‍্যাপচা কোড দিতে হবে। 

তারপর আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।