Latest News

6/recent/ticker-posts

Ad Code

বেসরকারিকরণের পক্ষে জোর সওয়াল প্রধানমন্ত্রী মোদির!




বেসরকারিকরণের পক্ষে জোর সওয়াল প্রধানমন্ত্রী মোদির!





সামনেই চার রাজ‍্যে ভোট। আর ভোটের মুখে ফের একবার বেসরকারিকরণের পক্ষে জোর সওয়াল করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর সাথে সাথে বাজেটে ঘোষিত একাধিক সংস্কার নিয়েও সেচ্চার হলেন তিনি। 




এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বহু সরকারি সংস্থা লোকসানে চলছে আর সেগুলো বাঁচিয়ে রাখতে খরচ হচ্ছে করদাতাদের টাকা। সরকারের দায়িত্ব হল দেশের শিল্প সংস্থাগুলির পাশে দাঁড়ানো, তাদের বিভিন্নভাবে সাহায্য করা। তিনি আরো বলেন, শিল্প সংস্থার মালিক হওয়া বা ব্যবসা করা সরকারের কাজ নয়। এটা সম্ভবও নয়। সরকারের লক্ষ্য হওয়া উচিত জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক প্রকল্পে গুরুত্ব দেওয়া। 

অনলাইনে অনুষ্ঠিত এক বেসরকারিকরণ অনুষ্ঠানে মোদী আরো বাজেট নিয়েও মুখ খোলেন। চারটি ক্ষেত্র ছাড়া দেশের অধিকাংশ সরকারি ক্ষেত্রে বেসরকারিকরণ করতে চায় সরকার বলেও জানান তিনি। উল্লেখ‍্য, এলআইসি(LIC), এয়ার ইন্ডিয়া(Air India), ভারত পেট্রোলিয়াম, পবন হংস, শিপিং কর্পোরেশনের মতো একাধিক সংস্থাকে বেসরকারিকরণের দিকে ঠেলে দিয়েছে কেন্দ্র। তাঁর কথায় সরকার কয়েকটি সংস্থাকে নিজেদের কাছে রাখতে চায়। তিনি মনে করেন, যেসব সংস্থা লোকসানে চলছে সেগুলোর বেসরকারিকরণ হলে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code