মধ্যরাত্রে দাতালের দাপাদাপি, নষ্ট হল বিঘের পর বিঘের জমির ফসল
SER-23,বাঁকুড়া,১৩ ফেব্রুয়ারী:
জেলার আনাচে কানাচে অব্যাহত হাতির তান্ডব । কখনো দক্ষিণ বাঁকুড়া তো কখনো উত্তর বাঁকুড়া। অব্যাহতি মেলেনি বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিও। শুক্রবার রাত সাড়ে এগার'টা একটি হাতির দল ঢুকে পড়ে গঙ্গাজলঘাঁটির রাধাকৃষ্ণপুর গ্রামে । রাতভর চলে হাতির তান্ডব, ক্ষতিগ্রস্ত হয় বিঘার পর জমির সবজি । পাশাপাশি হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত হয় একটি বাড়ি এবং আহত হয় বাড়ি মালিক।
গ্রামবাসীরা জানায়, আমরা ফোন করি বাঁকুড়া উত্তর বনবিভাগের বিট অফিসারকে । কিন্তু মেলেনি কোনো সুরাহা। এর আগে আমরা ফসল নষ্ট হওয়ার ব্যাপারে আর্থিক সাহায্যের জন্য বারবার আবেদন করলেও মেলেনি কোনো আর্থিক সাহায্য ।
অপর দিকে বাঁকুড়া উত্তর বনবিভাগের বিট অফিসার কৃষ্ণপদ মাহাত রাত্রে হাতি তাড়াতে না পারার জন্য প্রয়জনীয় হুলা কর্মী না থাকার তত্ব খাড়া করেছেন ।এবং তিনি কৃষকদের ক্ষতি পূরণ না পওয়ার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বলেন, অতিতে হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া ফসলের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊