বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিল নির্বাচন কমিশন 




সামনেই বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচন নিয়ে আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন। এবার আরো এক ধাপ এগিয়ে কলেজ বিশ্ববিদ‍্যালয়গুলিকে নোটিশ পাঠানো হল। এই চিঠি নির্বাচনের দিনক্ষন খুব তাড়াতাড়ি ঘোষনা করা হবে বলেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে। প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচন হাইভোল্টেজ নির্বাচন। একদিকে শাসকদল তৃণমূল নিজেদের সরকার ধরে রাখার চেষ্টায় অন‍্যদিকে বাংলা নির্বাচনী জমি দখলে কোমড় বেঁধে নেমে পড়েছে বিজেপি। আবার অন‍্যদিকে রয়েছে বাম কংগ্রেস জোট। 




রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে নির্বাচন কমিশন জানালো, নির্বাচনের দিন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই অধিগ্রহণ করা হবে ক্যাম্পাস। সেজন্য কলেজ ও বিশ্ববিদ্যাগুলিকে প্রস্তুত থাকার জন্য চিঠিতে উল্লেখ করেছে নির্বাচন কমিশন। 




ভোটের লড়াইয়ে সব দলের প্রস্তুতি তুঙ্গে। তৃণমূল নেতৃত্ব যেমন ভোটে লড়তে আটঘাট বাধছে তেমনি অন‍্যদিকে বিজেপিও নিজেদের জমি শক্ত করার প্রক্রিয়া চালাচ্ছে। একে একে কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বেড়েছে বাংলায়। বাংলা সফরে আসছেন নরেন্দ্ মোদী, অমিত শাহ থেকে কেন্দ্রীয় নেতারা। অন‍্যদিকে, নির্বাচনী লড়াই নিজেদের সিট গুলো জোট বেঁধে বন্টন করে নিচ্ছে বাম কংগ্রেস জোট। সবমিলিয়ে দিন ঘোষণা হলেই হয়। সব মহলই এখন তাই তাকিয়ে নির্বাচন কমিশনের দিকে। কবে দিন ঘোষণা করছে কমিশন? কবে ভোট?