বলিউড মাদক-যোগ মামলায় নয়া মোড়, আটক সুশান্ত সিং রাজপুতের বন্ধু তথা সহ পরিচালক ঋষিকেশ পাওয়ার



বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পর বলিউডে মাদক মামলা মাথা চাড়া দিয়েছে। একে একে এনসিবি এর মুখোমুখি হয় একাধিক অভিনেতা অভিনেত্রী থেকে পরিচালক। এবার বলিউড মাদক মামলায় আটক করা হল সুশান্ত সিং রাজপুতের বন্ধু। সুশান্তের বন্ধু তথা সহ পরিচালক ঋষিকেশ পাওয়ারকে আটক করেছে এনসিবি। ইতিমধ্যেই তাঁকে মাদক মামলায় জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। প্রসঙ্গত, বেশকিছুদিন ধরেই ঋষিকেশ পাওয়ারের খোঁজ চালাচ্ছিল এনসিবি। 




একাধিক জনকে জিজ্ঞাসাবাদে ঋষিকেশ পাওয়ারের নাম জানতে পেরেছিল এনসিবি তারপর তাঁকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি। এবার ফের একবার। তিনিই সুশান্ত সিং রাজপুতকে মাদক সরবরাহ করতেন বলে খবর। সুশান্তের রাঁধুনি দীপেশ সাওয়ান্তকে জিজ্ঞাসাবাদেও ঋষিকেশ পাওয়ারের নাম উঠে আসে। তারপর ঋষিকেশের বাড়িতে তল্লাশি চালিয়ে ল্যাপটপ-হার্ডডিস্ক উদ্ধার করেন এনসিবি আধিকারিকরা। 




জানা যাচ্ছে, ফেরার ছিলেন তিনি। গত ৮ জানুয়ারি থেকে ঋষিকেশের খোঁজ চালাচ্ছিল এনসিবি। ঋষিকেশ পাওয়ার শুধু সুশান্ত সিং রাজপুতের বন্ধু ছিলেন না, তাঁর ড্রিম প্রজেক্টের সহ পরিচালকও ছিলেন।