'বীর উত্তম' খেতাব কেড়ে নেওয়া হতে পারে প্রাক্তন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের




প্রাক্তন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 'বীর উত্তম' খেতাব কেড়ে নেওয়া হতে পারে এমনটাই খবর। বাংলাদেশের (Bangladesh) সেনাশাসক জিয়াউর রহমানের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন, সংবিধানের মূলনীতি বাতিল, বঙ্গবন্ধু মুজিবর রহমানের খুনিদের মদত দেওয়ার মতো অভিযোগ রয়েছে। ‘বঙ্গবন্ধু’র খুনিদের দেশ থেকে পালাতে মদত ও মুক্তিযোদ্ধা হয়েও স্বাধীনতাবিরোধী লোকজন নিয়ে মন্ত্রিসভা গঠনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়া, হত্যাকারীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা, বিভিন্ন সময় খুনিদের সঙ্গে গোপনে যোগাযোগ রক্ষার অভিযোগও রয়েছে। এর জেরেই তাঁর খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।




জানা গেছে, বাংলাদেশের সাংসদ তথা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য মোশারফ হোসেনের নেতৃত্বে তিনজনের একটি কমিটি গঠন করা হয়েছে। কাউন্সিলের সদস‍্য সাংসদ শাজাহান খান ও মহম্মদ রশিদুল আলম এই কমিটিতে রয়েছেন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গঠিত তিন সদস্যের কমিটি এবিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে।




জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধে তাঁর উল্লেখযোগ‍্য অবদানের জন‍্য বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বাধীন আওয়ামি লিগ সরকার জিয়াকে ‘বীর উত্তম’ খেতাব দেয়। ‘বঙ্গবন্ধু’কে হত্যার চক্রান্তে জড়িত থাকায় তাঁর এই খেতাব কেড়ে নেওয়া হতে পারে। বঙ্গবন্ধুর সপরিবারের হত্যাকাণ্ডের পিছনে জিয়াউর জড়িত আছে বলে একাধিকবার অভিযোগ করেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।