আট দফার ভোট, ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়
নির্বাচন কমিশন রাজ্যে আট দফার ভোট ঘোষণা করেছে। এই ঘোষণায় ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়৷
এদিন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুললেন, "কাকে সুবিধা দিতে আট দফা ভোট ঘোষণা করা করল কমিশন?"। মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, ‘‘নির্বাচন কমিশনের নিরপেক্ষ থাকা উচিত ছিল৷ গুরুত্বপূর্ণ বডি হয়ে কোনও রাজ্যকে সুবিচার দিতে না পারলে, সাধারণ মানুষ কোথায় যাবে?’’
এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি’র দাবি এবং তাদের চাহিদা মেনে এই নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে৷ এমনকী জেলাগুলোকেও ভাগ করে দেওয়া হয়েছে৷ কিন্তু কেন জেলাগুলোকে ভাগ করে দেওয়া হল? সেই প্রশ্নও তোলেন তিনি ৷ তিনি এও বলেন," দক্ষিণ ২৪ পরগণায় যেহেতু তৃণমূলের শক্ত ঘাঁটি, তাই সেখানে তিন দিনে ভোট করা হচ্ছে৷ এগুলো কি নরেন্দ্র মোদী আর অমিত শাহের কথায় হয়েছে?৷ এই নির্ঘণ্ট প্রকাশ করে বাংলাকে অপমান করা হয়েছে৷ তাঁর হুঙ্কার বাংলার মানুষ এর জবাব দেবে৷"
মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা কেন পশ্চিমবঙ্গে এত বেশি দফায় ভোট করা হবে তাঁর ব্যাখ্যা অবশ্য আগেই দিয়েছিলেন৷ ভোট ঘোষণার পর তিনি সাংবাদিকদের বলেন, "২০১৬ সালে বাংলায় ছয় দফায় ভোট হয়েছিল৷লোকসভা নির্বাচনে ভোট হয়েছিল সাত দফায়৷ তাই সাত থেকে আট দফায় ভোট হওয়াটা বড় কোনও ইস্যু হতে পারে না৷ এছাড়াও রাজ্যে বিভিন্ন দলের অভিযোগ, পাল্টা অভিযোগের বিষয়টি আমাদের নজরে রাখতে হয়েছে৷ দেখতে হয়েছে কেন্দ্রীয় বাহিনীর বিষয়টিও৷"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊