জাতীয় থ্রো বল চ্যাম্পিয়নশীপ ২০২১ কে সামনে রেখে প্রস্তুতি আলিপুরদুয়ারে




জাতীয় থ্রো বল চ্যাম্পিয়নশীপ ২০২১ কে সামনে রেখে জেলাস্থরীয় ট্রায়াল অনুষ্ঠিত হল আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ময়দানে।শুক্রবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন জেলার মোট ৮৪ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী।


২৮তম জুনিয়র,৩০তম সব জুনিয়র এবং ৪৩তম সিনিয়র বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।জেলাস্থরীয় প্রতিযোগিতার পর প্রতিযোগীরা রাজ্যস্তরে প্রতিদ্বন্দ্বীতা করবে বলে জানা যায়।জেলাস্থরীয় এই প্রতিযোগিতা নিয়ে জেলা থ্রো বল সংস্থার সম্পাদক তথা রাজ্য থ্রো বল সংস্থার সহ সভাপতি প্রবীর দত্ত জানান,আগামী মাসের ১৯ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত জাতীয়স্তরের থ্রো বল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে প্রতিবেশী রাজ্য ছত্তিশগড়ে।


আলিপুরদুয়ার জেলার সকল খেলোয়াড় অক্লান্ত পরিশ্রম করে চলেছে জাতীয় প্রতিযোগিতায় সাফল্য পেতে বলেও জানান তিনি।এদিন প্রবীর বাবু ছাড়াও এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জেলা থ্রো বল সংস্থার সভাপতি স্বরূপ কর সহ অন্যান্য ক্রীড়াবিদেরা।