দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে ৫টি ODI ও ৩টি T20 ম্যাচের মহিলা ক্রিকেট দল ঘোষণা BCCI-এর


ভারত বনাম দক্ষিন আফ্রিকা মহিলা ক্রিকেট সিরিজ। আসন্ন এই সিরিজের ভারতীয় দল ঘোষণা করল। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। ওয়ান ডে ও টি২০ সিরিজ খেলবে ভারত ও দক্ষিন আফ্রিকা। মার্চের ৭ তারিখে প্রথম একদিনের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই সিরিজ। সিরিজে মোট ৫টি একদিনের ম্যাচ ও ৩টি টি-২০ ম্যাচ খেলবে এই দুই দল। লক্ষ্ণৌতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারত-রত্ন শ্রী অটল বিহারি বাজপেয়ীর নামাঙ্কিত স্টেডিয়ামে খেলা হবে এই সিরিজ। ২৭শে ফেব্রুয়ারি বিসিসিআই- য়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওডিআই ও টি২০ এর টিম ঘোষণা করে বিসিসিআই।




একদিনের ম্যাচ গুলি হবে যথাক্রমে ৭, ৯, ১২, ১৪ ও ১৭ই মার্চ। 


ODI series: Mithali Raj (Captain), Smriti Mandhana, Jemimah Rodrigues, Punam Raut, Priya Punia, Yastika Bhatia, Harmanpreet Kaur (vice-captain), D. Hemalatha, Deepti Sharma, Sushma Verma (wicket-keeper), Swetha Verma (wicket-keeper), Radha Yadav, Rajeshwari Gayakwad, Jhulan Goswami, Mansi Joshi, Poonam Yadav, C. Prathyusha, Monica Patel




এরপর, ২০, ২১ ও ২৩শে মার্চ হবে টি২০ ম্যাচ গুলি।

T20I squad: Harmanpreet Kaur (Captain), Smriti Mandhana (vice-captain), Shafali Verma, Jemimah Rodrigues, Deepti Sharma, Richa Ghosh, Harleen Deol, Sushma Verma (wicket-keeper), Nuzhat Parveen (wicket-keeper), Ayushi Soni, Arundhati Reddy, Radha Yadav, Rajeshwari Gayakwad, Poonam Yadav, Mansi Joshi, Monica Patel, C. Prathyusha, Simran Dil Bahadur