নয়াগ্ৰাম ব্লক তৃণমূলের পক্ষ থেকে উদ্বোধন হল দলের নতুন নির্বাচনী স্লোগান 'বাংলা নিজের মেয়েকেই চায়'

নয়াগ্ৰাম ব্লক তৃণমূলের পক্ষ থেকে উদ্বোধন হল দলের নতুন নির্বাচনী স্লোগান 'বাংলা নিজের মেয়েকেই চায়'



শচীন পাল:-বিধানসভা নির্বাচনের আগে যতই রাজ্যে বিজেপির কেন্দ্রীয় নেতাদের আসা-যাওয়া বৃদ্ধি পাচ্ছে, ততই শাসক দল তৃণমূল‌‌‌ বিজেপি নেতাদের বহিরাগত বলে আক্রমণ করতে শুরু করেছে। তৃণমূলের অভিযোগ বিজেপির বাইরে থেকে আসা নেতারা বাংলার সংস্কৃতি বিষয়ে কোনো অবগত নন। বিজেপি বাংলার নিজস্ব সংস্কৃতিকে, উন্নয়নকে নষ্ট করবে।এই অভিযোগের পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে শাসক তৃণমূল পুনরায় ক্ষমতায় আসার লক্ষ্যে  'বাংলা নিজের মেয়েকেই চায়' বলে এক নতুন স্লোগান উদ্বোধন করেছে গত ২০ শে ফেব্রুয়ারি দলের রাজ্য সদর দফতর থেকে। 

সোমবার নয়াগ্ৰাম ব্লকে তৃণমূল দলের সেই নির্বাচনী স্লোগানের উদ্বোধন হল। এদিন খড়িকামাথানীতে তৃণমূলের কার্যালয়ে ঝাড়গ্ৰাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু, ব্লক তৃণমূলের সভাপতি শ্রীজীব সুন্দর দাস, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুমন সাউ,নয়াগ্ৰাম পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা ঘোষ এর উপস্থিতি নয়াগ্ৰাম ব্লকে উদ্বোধন হল 'বাংলা নিজের মেয়েকেই চায়' স্লোগানের। 

এদিনের কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে তৃণমূল নেতা শ্রীজীব সুন্দর দাস রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ