বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী পায়েল সরকার
সামনেই বিধানসভা নির্বাচন। এদিকে দল বদল বা নতুন করে দলে যোগদান অব্যাহত রাজ্য শাসক দল ও মূল বিরোধী দল বিজেপিতে। প্রায় প্রতিদিনই ঝাঁকে ঝাঁকে টলি তারকার যোগ দিচ্ছেন রাজনীতিতে। আজ বিজেপিতে যোগ দিলেন পায়েল সরকার। জেপি নাড্ডার উপস্থিতিতেই দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপিতে যোগ দিলেন তিনি। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল সেই জল্পনা সঠিক হল।
একদিকে যখন যশ দাসগুপ্ত, রুদ্রনীল ঘোষ বিজেপিতে যোগ দান করেছেন তখন অন্যদিকে তৃণমূল শিবিরেও যোগ দিয়েছে একাধিক তারকা। সৌরভ দাস থেকে কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষসহ আরও অনেকে। তৃণমূলে যোগ দিয়ে 'বাংলা ঘরের মেয়েকেই চায়' বলে মন্তব্য করেন সায়নী। কাঞ্চন মল্লিক, মনোজ তিওয়ারি, সায়নী ঘোষদের তৃণমূলে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা পর এবার গেরুয়া শিবিরে নিজের নাম লেখালেন অভিনেত্রী পায়েল সরকার।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্রী পায়েল নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে যে প্রকাশ্যে অত্যন্ত সরব, এমনটা বলা যায় না। তবে বৃহস্পতিবার কার্যত চমক জাগিয়েই বিজেপি শিবিরে যোগ দিলেন তিনি। বিধানসভা নির্বাচনের মুখে ফের নয়া চমক BJP-র এটা বলা যেতেই পারে।সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ নিজে হাতে দলের পতাকা তুলে দেন অভিনেত্রীর হাতে। উত্তরীয় পরে স্বাগত জানান অভিনেত্রীকে।
প্রসঙ্গত, ২০২১ এর নির্বাচন পাখির চোখ বিজেপির। এখনও দিনক্ষন ঘোষণা হয়নি। তবে খুব শীঘ্রই যে দিনক্ষন ঘোষণা হচ্ছে তা বুঝতেই পারা যাচ্ছে। ইতিমধ্যে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় বাহিনী। সব দলই নির্বাচনী যুদ্ধে ঝাপিয়ে পড়তে প্রস্তুত হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊