ভয়াবহ তুষার ধস উত্তরাখণ্ডে, জারি হাই অ্যালার্ট
ভয়াবহ তুষার ধস উত্তরাখণ্ডে। এগিয়ে আসছে বরফ জল।বাড়ছে জলস্তর। কয়েকজন ভেসে যাওয়ার সম্ভাবনা। ক্রমাগত বৃষ্টিপাত ও তুষারপাতের জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে জারি হয়েছে হাই অ্যালার্ট। ধসের জন্য ধৌলিগঙ্গার বাঁধে ভাঙন ধরেছে, চামোলি হিমবাহেও ফাটল। জোশীমঠের কাছে গ্রামের ক্ষতি হওয়ার আশঙ্কা। ধুলিগঙ্গার পাশের গ্রাম খালি করা হচ্ছে। উদ্ধার কাজ চালাচ্ছে ITBP ,NDRF, SDRF।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্রা সিং রাওয়াত টুইট করে বলেন, 'আমি নজর রাখছি গোটা ঘটনার উপর - আমি প্রত্যেককে অনুরোধ করছি কোনও পুরানো ভিডিও শেয়ার করে আতঙ্ক ছড়িয়ে দেবেন না। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজন সকলের পদক্ষেপ। ধৈর্য রাখুন। প্রাকৃতিক দুর্যোগের কাছে আমাদের হাত বাঁধা'।
বদ্রীনাথ মন্দিরের কাছাকাছি এলাকায় ঘটেছে এই তুষার ধস। জানা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়েছে চামোলির তপোবন এলাকার রাণী গ্রামের কাছে বিদ্যুৎ প্রকল্প। জানা গিয়েছে, বাঁধে যতজন কাজ করছিলেন তাঁরা প্রত্যেকেই প্রায় নিখোঁজ। গঙ্গার জলস্রোত ক্রমশ বাড়ছে।
#WATCH | Water level in Dhauliganga river rises suddenly following avalanche near a power project at Raini village in Tapovan area of Chamoli district. #Uttarakhand pic.twitter.com/syiokujhns
— ANI (@ANI) February 7, 2021

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊