Latest News

6/recent/ticker-posts

Ad Code

জাতীয় সড়কে এক‌'ই দিনে বলি ২

জাতীয় সড়কে এক‌'ই দিনে বলি ২



ময়নাগুড়ি, ২৮ ফেব্রুয়ারিঃ ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের ময়নাগুড়ি ধূপগুড়ি ২৭ নং জাতীয় সড়কে । এদিন কয়েক ঘন্টার মধ্যে জোড়া দুর্ঘটনা ঘটে । আর যার জেরে ঘটনাস্থলেই প্রাণ হারান ২ জন । 

রবিবার সকালে ময়নাগুড়ি - ধুপগুড়ি ২৭ নম্বর জাতীয় সড়কের ঝাজাঙ্গী সংলগ্ন এলাকায় রাস্তা পেরোতে গিয়ে ধুপগুড়ির দিক থেকে আসা একটি তেলের ট্যাংকার সজোরে ধাক্কা মারে এক বাইক আরোহীকে । ফলে ঘটনাস্থলেই গুরুতর জখম হন ওই বাইক আরোহী। তৎক্ষণাৎ উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রে জানা গেছে মৃত ওই বাইক আরোহীর নাম সঞ্জিত সরকার। মৃতের বাড়ি ময়নাগুড়ি ব্লকের বাশিলারডাঙ্গা এলাকায়।



অন্যদিকে  আনুমানিক সাড়ে ১১ টা নাগাদ ময়নাগুড়ির ২৭ নং জাতীয় সড়কের হলহলিয়া ব্রিজের উপর দিয়ে একটি বাইকে করে দুই আরোহী ময়নাগুড়ির দিকে আসছিলেন। সেসময় একটি ট্রেলর গাড়ি তাদের প্রবল গতিতে ধাক্কা মারে। ফলে তার সাথে থাকা অপর বাইক আরোহী উল্টো দিকে পরে গিয়ে দুর্ঘটনার হাত থেকে রেহাই পান। স্থানীয়দের তৎপরতায় আহত ব্যক্তিকে  উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 


জানা যায় ওই যুবকের নাম আনন্দ সরকার(২২)। ওই যুবকের বাড়ি ধূপগুড়ি ব্লকের কালীরহাট এলাকায়। 

এদিন পরপর দুই ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ এবং সাথে ঘটনাস্থলে পৌঁছে যায় ময়নাগুড়ি ও ধূপগুড়ি দমকলের দুটি ইঞ্জিন। এদিকে জাতীয় সড়কে কয়েক কিলোমিটার এর মধ্যে জোড়া দুর্ঘটনায় ক্ষুব্ধ জাতীয় সড়ক সংলগ্ন বাসিন্দারা।


ময়নাগুড়ি পুলিশ সূত্রে খবর দুটি মৃত দেহ উদ্ধার করা হয়েছে। সেগুলিকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code